ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে জাতীয় দলকে বেশি গুরুত্ব দেবেন সাকিব
১২ ডিসেম্বর ২০২৩ ১১:০৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১১:১৫
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের সবচেয়ে বড় ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ তিনিই। আইপিএল থেকে শুরু করে হালের দুবাইয়ের টি-টেন লিগ, সবখানেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের পদচারণা। তবে সামনের দিনগুলোতে দেখা যেতে পারে ভিন্ন সাকিবকে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব সাংবাদিকদের জানিয়েছেন, আগামী দিনে ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে জাতীয় দলের খেলাতেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
এবারের আইপিএলের নিলাম থেকে নিজের নাম আগেই প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। পাকিস্তান সুপার লিগে প্লাটিনাম ক্যাটাগরিতে আছে সাকিবে নাম। তবে সাকিব জানিয়েছেন, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা কমিয়ে জাতীয় দলেই পূর্ণ মনোযোগ দিতে চান, ‘আমি এবার আইপিএলে নাম দেইনি। আমার ম্যানেজার পিএসএলে নাম দেওয়ার পর আমি বলেছিলাম সেটা উঠিয়ে নিতে। আমার পরিকল্পনা হচ্ছে জাতীয় দলকে বেশি সময় দেওয়া। সেজন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায় ছাড় দিতে হবে। আমি তিন ফরম্যাটেই খেলছি, খেলা চালিয়ে যেতে চাই। জানিনা ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তবে এই মুহূর্তে আমি আরও সময় ধরে খেলা চালিয়ে যেতে চাই।’
ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না সাকিব। আগামী বছরের ১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফেরার ইচ্ছা সাকিবের, ‘আমি আশা করেছিলাম নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলব। তবে ডাক্তারের সাথে দুইদিন আগে কথা বলেছি। তিনি আমাকে আরও দুই সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন। স্বাভাবিকের চেয়ে এই ইনজুরি ঠিক হতে একটু বেশি সময় নিচ্ছে। বিপিএলের আগে তাই খেলায় ফেরার সম্ভাবনা দেখছি না। এদিকে নির্বাচনও সামনে, তাই আমি ব্যস্ত থাকব। বিপিএলের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরব এবং এই টুর্নামেন্টের শুরু থেকেই ফুল ফিট হয়ে নামতে পারব।’
সারাবাংলা/এফএম