Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৬

মিরপুর টেস্টে নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৭ রানের লিড দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। তবে এই লিড নিয়েই জয়ের ভালো সম্ভবনা জাগিয়ে তুলেছিলেন স্বাগতিকরা। ৬৭ রানে নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। জয়ের সেই সম্ভবনাটা অবশ্য শেষ পর্যন্ত সত্যি হয়নি। ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ এক ইনিংস খেলেছেন গ্লেন ফিলিপস। শেষ দিকে দারুণ সঙ্গ পেয়েছেন মিচেল স্যান্টনারের কাছ থেকে। সব মিলিয়ে মিরপুর টেস্টে ৪ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

৬৯ রানে ৭ উইকেট ‍তুলে নিয়ে বাংলাদেশ যখন জয়ের স্বপ্ন দেখছিল তখন অষ্টম উইকেটে ৭৭ বলে অপরাজিত ৭০ রানের একটা জুটি গড়ে সেই স্বপ্ন ভেঙেছেন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ১৫০ রানে জিতেছিল বাংলাদেশ। স্পিন দাপোটের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ড জিতে নিল ৪ উইকেটে।

স্যান্টনার ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। গ্লেন ফিলিপস ৪৮ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার মধ্যে ৭২ বলে ৮৭ রান করেছিলেন ফিলিপস। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই।

শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৭ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এতো অল্প পুঁজি নিয়ে ম্যাচ বের করতে হলে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে হয়। বাংলাদেশ সেই দাবি মিটিয়েছিলও।

দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাচিয়েছে নিউজিল্যান্ডকে। আজ উইকেট উৎযাপনটা অবশ্য শুরু করেছেন পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের রান যখন ৫ ডেভন কনওয়েকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শরিফুল।

তিনে নামা কেন উইলিয়ামসনকে আজও শুরুতে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। ১১ রান করা কিউই দলপতিকে উইকেটের পেছনে ক্যাচ বানান তাইজুল। এ নিয়ে দুই টেস্টে মোট চার ইনিংসে তিনবারই উইলিয়ামসনকে আউট করলেন তাইজুল। চারে নামা হেনরি নিকোলাসকে দাঁড়াতেই দেননি মেহেদি হাসান মিরাজ। ১১ বলে ৩ রান করা নিকোলাসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ।

বিজ্ঞাপন

ওপেনিংয়ে নেমে বেশ ভালো খেলতে থাকা টম লাথামও ফিরেছেন মিরাজের বলে। মিরাজের দারুণ এক বলে স্লিপে ক্যাচ দেন লাথাম। নাজমুল হোসেন শান্ত যেভাবে ঝাঁপিয়ে পরে ক্যাচটা নিলেন তা ছিল দেখার মতো। খানিক বাদে টম ব্যান্ডেলকে দারুণ এক টার্ন বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন তাইজুল ইসলাম।

পাঁচ নম্বরে নামা ড্যারিল মিচেল ক্রমেই উইকেটে থিতু হচ্ছিলেন। ১৯ রান করা সেই মিচেলকে মেহেদি হাসান মিরাজ ফিরিয়ে দিলে আরও বিপদে পরে নিউজিল্যান্ড। তবে এরপর বাংলাদেশি স্পিনারদের স্পিন বিষ সামলে দারুণ এক জুটি গড়েন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার।

মিরপুরের পিচে টেস্টের প্রথম দিন থেকেই স্পিন রাজত্ব চলছে। আজ চতুর্থ দিনে সেটা আরও বেড়েছে। এমন পিচে টিকে থাকা কঠিন। ফলে আক্রমণের পথই বেছে নিয়েছিলেন ফিলিপস ও স্যান্টনার। সব চেষ্টা করেও এই দুজনকে থামাতে পারেনি বাংলাদেশ।

এই দুজনের ব্যাটে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। ৪৮ বলে ৪০ রান করার পথে ৪টি চার ১টি ছয় মেরেছেন ফিলিপস। স্যান্টনার ৩৯ বলে ৩৫ রান করার পথে ৩টি চার, ১টি ছয় মেরেছেন। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ৩টি, তাইজুল ইসলাম ২টি ও পেসার শরিফুল ইসলাম ১টি উইকেট নিয়েছেন।

এর আগে ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৪৪ রানে। ওপেনার জাকির হাসান একাই করেছেন ৫৯ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ১৭২ রান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল ১৮০ রানে।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর