সত্তোরের আগেই ৬ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
৯ ডিসেম্বর ২০২৩ ১৪:০২ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৩ ১৪:৪০
মিরপুর টেস্টে নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৭ রানের লিড দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ। অশ্চর্য, এই লিড নিয়েই জয়ের সম্ভবনা জাগিয়ে তুলেছে স্বাগতিকরা। ৬৯ রানেই নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
এখনো ৫৮ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। হাতে আছে ৪ উইকেট। এক গ্লেন ফিলিপস ছাড়া নিউজিল্যান্ডের স্বীকৃত কোনো ব্যাটার অপরাজিত নেই। অবশ্য প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলা ফিলিপস বড় চিন্তারই কারণ।
শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৭ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এতো অল্প পুঁজি নিয়ে ম্যাচ বের করতে হলে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে হয়। বাংলাদেশ সেই দাবি মিটাচ্ছেও।
দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাচাচ্ছে নিউজিল্যান্ডকে। আজ উইকেট উৎযাপনটা অবশ্য শুরু করেছেন পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের রান যখন ৫ ডেভন কনওয়েকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শরিফুল।
তিনে নামা কেন উইলিয়ামসনকে আজও শুরুতে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। ১১ রান করা কিউই দলপতিকে উইকেটের পেছনে ক্যাচ বানান তাইজুল। এ নিয়ে দুই টেস্টে মোট চার ইনিংসে তিনবারই উইলিয়ামসনকে আউট করলেন তাইজুল। চারে নামা হেনরি নিকোলাসকে দাঁড়াতেই দেননি মেহেদি হাসান মিরাজ। ১১ বলে ৩ রান করা নিকোলাসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ।
ওপেনিংয়ে নেমে বেশ ভালো খেলতে থাকা টম লাথামও ফিরেছেন মিরাজের বলে। মিরাজের দারুণ এক বলে স্লিপে ক্যাচ দেন লাথাম। নাজমুল হোসেন শান্ত যেভাবে ঝাঁপিয়ে পরে ক্যাচটা নিলেন তা ছিল দেখার মতো। খানিক বাদে টম ব্যান্ডেলকে দারুণ এক টার্ন বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন তাইজুল ইসলাম।
পাঁচ নম্বরে নামা ড্যারিল মিচেল ক্রমেই উইকেটে থিতু হচ্ছিলেন। ১৯ রান করা সেই মিচেলকে মেহেদি হাসান মিরাজ ফিরিয়ে দিলে আরও বিপদে পরে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত মেহেদি হাসান মিরাজ নিয়েছেন তিন উইকেট, তাইজুল ইসলাম দুটি।
সারাবাংলা/এসএইচএস