২৬ রানেই বাংলাদেশের পাঁচ উইকেট নেই!
৯ ডিসেম্বর ২০২৩ ১০:৪৭ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৩ ১১:৩৫
নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ২০০-২২০ রানের লিডের কথা বলেছিল বাংলাদেশ। গতকাল টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৩৮/২। হাতে যেহেতু ৮ উইকেট ছিল সেহেতু দুইশোর বেশি লিড খুবই সম্ভব ছিল। কিন্তু আজ সকাল সকাল সেই সম্ভবনার মৃত্যু। মাত্র ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে বাংলাদেশ।
২ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ সকালে বেশ ভালোই এগুচ্ছিল। দলীয় রান সত্তোরের কোটা পেরুতেই যেন ঘাড়ে ভূত জেকে বসল! মাত্র ২৬ রানের ব্যবধানে একে একে ৫ উইকেট হারিয়ে এলোমেলো স্বাগতিকরা।
শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৩৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশ ৩ উইকেট হারিয়েছে মাত্র ১৭ রানের ব্যবধানে! দিনের শুরুতেই মুমিনুল হককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এজাজ প্যাটেল।
বেশ ভালোই খেলতে থাকা মুমিনুল ফিরেছেন ১০ রান করে। পাঁচে নেমে মুশফিকু রহিম দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন। কারণ উইকেটে বল হুট করেই ব্যতিক্রমী আচরণ করছিল। মুশফিকের দ্রুত রান তোলার টেনকিন কাজে লাগেনি, ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ৯ রান করে মিচেল স্যান্টনারের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন।
স্যান্টনার নিজের পরের ওভারে তরুণ শাহাদাত হোসেন দীপুকেও ফেরালে বড় লিডের আশা অনেকটাই ফিকে বাংলাদেশের। ৮৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহানের ওপর বড় দায়িত্ব ছিল দলকে টেনে তোলার। কিন্তু দারুণ খেলতে থাকা ওপেনার জাকির হাসানকে সঙ্গ দিতে পারেননি এই দুজনও।
মাত্র ৩ বলের ব্যবধানে মিরাজ ও সোহানকে ফিরিয়ে দিয়েছেন এজাজ প্যাটেল। ৭ বলে ৩ রান করা মিরাজকে স্যান্টনারের ক্যাচ বানিয়েছেন প্যাটেল। সেই ওভারেই এলবিডব্লিউ হয়েছেন সোহান। ৯৭ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।
উল্লেখ্য, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায়। পরে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তুলেছে ১৮০ রান।
সারাবাংলা/এসএইচএস