Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০-২২০ রানের লিড প্রত্যাশা বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ২০:১২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৩ ২০:১৬

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৩০ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। পরে নিউজিল্য্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৮০ রানে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেটে ৩৮ রান তুলেছে বাংলাদেশ। ৩০ রানে এগিয়ে থাকা বাংলাদেশের হাতে এখনো ৮ উইকেট আছে। ফলে লিড বাড়িয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ আছেই। দিনের খেলা শেষে স্পিনার নাঈম হাসান বললেন, ‘২০০-২২০ রানের লিড দাঁড় করাতে পারলে ইনশা আল্লাহ জিতব।’

বিজ্ঞাপন

মিরপুর টেস্টের অনেকটা গেছে বৃষ্টির পেটে। দ্বিতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি। সব মিলিয়ে তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩৪.২ ওভার। আজ দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের লিডের সম্ভবনা জাগিয়েছিলেন নাঈম। গ্লেন ফিলিপস ঝড়ে শেষ পর্যন্ত অবশ্য লিড সম্ভব হয়নি।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘ইনশা আল্লাহ, ২০০-২২০ রান করলে ডিফেন্ড করতে পারব। প্রথম দিনের তুলনায় আজ উইকেট একটু ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। আমরা যদি একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ জিতব। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি। এটা ধরে রাখতে হবে। যত ভালো ব্যাট করব, (অবস্থান) তত ভালো হবে।’

বাংলাদেশের তিন স্পিনারের আক্রমণে ৯৭ রানে সপ্তম উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে কিউইরা যে শেষ পর্যন্ত ১৮০ রানে থামল তাতে একক কৃতীত্ব গ্লেন ফিলিপসের।

শেষের দিকের ব্যাটারদের নিয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন ফিলিপস। ৭২ বলে ৯টি চার ৪টি ছক্কায় ৮৭ রান করে বাংলাদেশের লিডের সম্ভবনা শেষ করে দিয়েছেন। একশর আগেই সাত উইকেট হারিয়ে ফেলা কিউইদের আরও আগে থামানো গেল না? এমন প্রশ্ন করা হয়েছিল নাঈমের কাছে।

জবাবে নাঈম বলেছেন, ‘ওরাও তো ক্রিকেট খেলতে এসেছে, তাই না? একটা জুটি তো হতেই পারে। যে কেউ একজন ভালো খেলতে পারে। ওরা ভালো করেছে, তাই লিড নিতে পেরেছে। আমরা লিড পেলে ভালো হতো। তবে আল্লাহর রহমতে এখন আমরা ৩০ রান লিডে আছি। ভালো ব্যাটিং করলে ইনশা আল্লাহ একটা ভালো স্কোর হবে।’

সারাবাংলা/এসএইচএস

নাঈম হাসান বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর