আউটফিল্ড ভেজা, তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি
৮ ডিসেম্বর ২০২৩ ১০:২৯
বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে বল গড়ায়নি। আজ তৃতীয় দিনেও বৃষ্টির বিড়ম্বনা। নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। সকাল ১১টার আগে খেলা শুরু হওয়ার সম্ভবনাও নেই। ম্যাচ রেফারি পরবর্তী মাঠ পরিদর্শন করবেন সকাল ১১ টায়। খেলা কখন শুরু হবে তার ধারণা মিলতে পারে ১১ টায়।
গতকাল খেলা হয়নি বলে আজ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু বৃষ্টির কারণে তখন কাভার সরানোই সম্ভব হয়নি। পরে বৃষ্টি থামলে কাভার সরাতে দেখা যায় মাঠকর্মীদের। তবে আউটফিল্ড ভেজা বলে খেলা শুরু করা সম্ভব হয়নি।বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুদিন ধরেই বৃষ্টি হলে।
বৃষ্টি হতাশার আগে মিরপুর টেস্টের প্রথম দিনটা ছিল স্পিনারদের। টেস্টের প্রথম দিনেই পতন হয়েছে ১৫ উইকেট! যার ১৩টিই নিয়েছেন নিউজিল্যান্ড ও বাংলাদেশের স্পিনাররা। টস জিতে আগে ব্যাটিং করে কিউই স্পিন বিষে নীল হয়ে মাত্র ১৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে তবুও স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। কারণ প্রথম দিনের শেষ বিকেলে ৫৫ রানেই যে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছেন স্বাগতিকরা।
১৭২ রান তুলেও বাংলাদেশ এখন লিডের সম্ভবনা দেখছে। কিউইদের ওপর নিশ্চয়ই আরও চাপ বাড়াতে চাইতো বাংলাদেশ। কিন্তু বেরসিক বৃষ্টি সেটা হতে দিচ্ছে কই! উল্লেখ্য, বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিলেটে ১৫০ রানে জিতে সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস/এসএস