Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপার ড্রয়ে কঠিন গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৩

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার এবারের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। দুই ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা পড়েছে ভিন্ন গ্রুপে। গ্রুপ পর্বে দুই দলের সামনেই রয়েছে বেশ কঠিন প্রতিপক্ষ।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ড্রয়ে গ্রুপ ‘এ’তে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ পেরু, চিলি ও কনকাকাফ অঞ্চলের প্লেঅফ ম্যাচে কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো ম্যাচের বিজয়ী দল।

বিজ্ঞাপন

গ্রুপ ‘বি’তে খেলবে মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা ও জ্যামাইকা। গ্রুপ ‘সি’তে আছে যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। গ্রুপ ‘ডি’তে আছে ব্রাজিল। গ্রুপ পর্বে নেইমারদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে অফ ম্যাচে জয়ী দল।

এবারের কোপাতে লাতিন আমেরিকার দলগুলোর পাশাপাশি অংশ নেবে কনকাকাফ অঞ্চলের দলও। ২০২৪ সালের ২০ জুন শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্লেঅফে জয়ী দল। টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

সারাবাংলা/এফএম/এসএস

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর