Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটির হারের রাতে ইউনাইটেড, লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৩ ১০:২০

টানা তিন ম্যাচ ড্র করে বেশ ব্যাকফুটে ছিল তারা। জয়ের ধারায় ফিরতে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটিকে চমকে দিয়ে ১-০ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে ভিলা। সিটি হেরে গেলেও চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থানের লড়াইয়ে আর্সেনালকে চাপে রেখেছে লিভারপুলও।

বিজ্ঞাপন

তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান অনেক আগেই হারিয়েছিল পেপ গার্দিওলার দল। ভিলা পার্কে প্রথমার্ধে মুহুর্মুহু আক্রমনে সিটি রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি ভিলার ফরোয়ার্ডরা। প্রথম হাফে ভিলার ১৩ টি শট বাঁচাতে হয়েছে সিটিকে। ইউরোপিয়ান ফুটবলে গার্দিওলার ৫৩৫ ম্যাচের ক্যারিয়ারে কখনোই প্রথমার্ধে এত শট সামলাতে হয়নি তার দলকে! গোলকিপার এডারসনের দারুণ কিছু সেভে এগিয়ে যাওয়া হয়নি সিটির। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাড়ায় সিটি, তৈরি করে সুযোগও। হালান্ডের দারুণ এক হেড ঠেকিয়ে দেন ভিলা কিপার মারটিনেজ।

বিজ্ঞাপন

অনেক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না সিটি। অবশেষে ৭৪ মিনিটে ডেডলক ভাঙ্গেন লিওন বেইলি। মিডফিল্ডে বল পেয়ে একাই দৌড়ে গিয়ে দারুণ এক শটে সিটি কিপারকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন বেইলি। পরের মিনিটেই ব্যবধান আরও বাড়াতে পারত ভিলা, ডগলাস লুইজের শট পোস্টে লেগে ফিরে আসলে সেটা হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলা। এই জয়ে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে ভিলা। আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে সিটি।

সিটির হারের দিনে জয় পেয়েছে লিভারপুল। পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে ক্লপের দল। ৩৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ভ্যান ডাইক। ৯৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সবোজলাই। ২-০ গোলের এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল।

দিনের অন্য ম্যাচে জমজমাট এক লড়াইয়ে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ১৯ মিনিটের মাথায় প্রথমে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। স্কট ম্যাকটোমিনাইয়ের গোলে লিড পায় তারা। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে ম্যাচে সমতা ফেরায় চেলসি। কোলে পালমারের দারুণ এক গোলে ১-১ এর সমতা আসে ম্যাচে।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে জয়সূচক গোল আসে সেই ম্যাকটোমিনাইয়ের পা থেকেই। ম্যাচে আর গোল না হওয়ায় ২-১ গোলের জয় পায় ইউনাইটেড। এই জয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে চেলসি।

সারাবাংলা/এফএম/এসএস

ইপিএল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর