Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিনে ম্যাচ শেষ করার কথা ভাবছেন না মিরাজ

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৩ ২০:২৭

মিরপুরের পিচে স্পিন ধরবে, সেটা অনুমেয়ই ছিল। কিন্তু দুই দলের ব্যাটারদের জন্য অনুমানের চেয়ে একটু বেশিই কঠিন রূপে ধরা দিয়েছে মিরপুরের উইকেট। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ১৫ ব্যাটার আউট হয়েছেন ম্যাচের প্রথম দিনেই! সিরিজের দ্বিতীয় ম্যাচ কি তাহলে দুই দিনেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? ম্যাচের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলছেন, এত অল্প সময়ে ম্যাচ শেষ করার ব্যাপারে একদমই ভাবছে না বাংলাদেশ। আর ঘরের মাঠে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়া নিয়েও কোন সমস্যা দেখছেন না এই বাংলাদেশ স্পিনার।

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে মাত্র ১৭২ রান। জবাবে নিউজিল্যান্ড ব্যাটাররাও ধুঁকছেন ক্রিজে, ৫৫ রানেই নেই ৫ উইকেট। যেভাবে দুই দলের ব্যাটাররা ক্রিজে আসছেন আর ফিরছেন, তাতে ম্যাচ তিনদিনে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

বাংলাদেশ কি দুই দিনেই ম্যাচ শেষ করতে চায়? মিরাজ এমন প্রশ্নের জবাবে বলছেন, দ্রুত ম্যাচ শেষ করা তাদের লক্ষ্য নয়, ‘আমরা দুইদিনে জেতার চেষ্টা করছি না। ম্যাচ জেতার জন্য যা করতে হয় সেটাই অনুসরণ করছি। টেস্টে অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই বাকি এই ম্যাচের। কালকের দিনটা যেন নিজেদের করতে পারি এটাই ভাবছি। আমরা অতি আত্মবিশ্বাসী না, দ্রুত শেষ করার চিন্তাও নেই। ম্যাচে কখনো ওরা এগিয়ে থাকবে, কখনো আমরা, এটাই হয়।’

বাংলাদেশ প্রথম ইনিংসে আরও কিছু রান যোগ করলে ম্যাচে আরও শক্তিশালী অবস্থানে থাকতো বলেই বিশ্বাস মিরাজের, ‘পিচ অনুযায়ী আমরা ৩০-৪০ রান কম করেছি। ২০০ রানের বেশি করলে ভালো হত, ভুলটা এখানেই হয়েছে। প্রায়ই আমরা এই ৩০-৪০ রান কম করি। এখানে আমাদের উন্নতি করতে হবে। আগামীকাল ভালো জায়গায় বল করলে ওদের জন্য খেলা কঠিন হবে। মিরপুরের উইকেট আমাদের চেনা, এখানে আমরা কিছুটা এগিয়ে থাকব, ম্যাচের আগে এটাই ভেবেছিলাম। বোলারদের উপর আমাদের আস্থা ছিল।’

প্রথম দিন থেকেই পিচে এমন স্পিন ধরা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মিরাজ অবশ্য বলছেন, ঘরের মাঠে সব দলই কিছুটা বাড়তি সুবিধা পায়, ‘প্রতিপক্ষকে অলআউট না করতে পারলে তো আমরা জিততে পারব না। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে আমরা এমন উইকেটে জিতেছি। আমাদের স্পিন আক্রমণ ভালো, সুযোগও তাই বেশি থাকে। তবে ব্যাটারদের জন্য একটু চ্যালেঞ্জ এই পিচে খেলা। বল পুরনো হলে ব্যাটারদের সুযোগ বেড়ে যায়। এই দায়িত্বটা ব্যাটারদের নিতেই হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে হ্যান্ডল দা বলে আউট হয়েছে মুশফিক। মিরাজ মনে করেন, ইচ্ছে করে এমনভাবে আউট হননি তিনি, ‘এটা তো কেউ ইচ্ছাকৃতভাবে হয় না। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। জেনেশুনে কেউ এভাবে আউট হয় না। খেলতে গিয়ে অনেক কিছুই মাথায় থাকে না, হয়ে যায়। বল খেলার পর কি করতে হবে সেটা দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, তখন ফ্লোতে এরকম কিছু হতেই পারে। তবে এটা একদমই ইচ্ছাকৃত নয়।’

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মিরপুর টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর