Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারাভাষ্যের অভিষেকে ইতিহাসের সাক্ষী হলেন তামিম

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২

মাঠের লড়াইয়ে না থাকলেও বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে আছেন তামিম ইকবাল। আগেই জানিয়েছিলেন, মিরপুর টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য দেবেন তিনি। তাই বুধবার (৬ ডিসেম্বর) কমেন্ট্রি বক্সে হাজির তামিম। দুই স্লটে বেশ কিছুক্ষণ ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার  হিসেবে‘অভিষেক’ হলো টাইগারদের সাবেক এই দলপতির।

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের কোনো ফরম্যাটেই নেই তামিম। কিছুদিন আগে জানিয়েছিলেন, খুব তাড়াতাড়িই নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। বিপিএল দিয়েই খেলায় ফেরার কথা রয়েছে। এর মাঝেই মিরপুর টেস্টে ধারাভাষ্য দেওয়ার কথা জানান তামিম। কোচ হিসেবে নয়, কমেন্ট্রি বক্সেই অবসরের পর বেশি দেখা যেতে পারে তাকে, এমনটাও আভাস দিয়েছেন তিনি। গতবার বিপিএল’র ম্যাচে প্রথমবারের মতো ধারাভাষ্য দিয়েছিলেন।

বিজ্ঞাপন

তামিম সেবার জানিয়েছিলেন, ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন, পরে আর সেখানে যাওয়া হয়নি। মিরপুরে আজ দ্বিতীয় সেশনে দুই স্লটে প্রায় ঘণ্টাখানেক ধারাভাষ্য দিয়েছেন তামিম। ধারাভাষ্যের আগে প্রেসবক্সেও দেখা গিয়েছে তামিমকে। সাংবাদিকদের সাথে বেশ কিছুক্ষণ কথাও বলেছেন।

ধারাভাষ্য দিতে এসে আজ তামিম হয়েছেন ইতিহাসের সাক্ষীও। তার ধারাভাষ্য দেওয়ার সময়েই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডল দ্য বল’ নিয়মে আউট হয়েছে মুশফিক। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাভাষ্য দিতে দেখা যেতে পারে তামিমকে।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম/এসএস

টপ নিউজ টেস্ট সিরিজ তামিম ইকবাল ধারাভাষ্যকার তামিম বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর