‘হ্যান্ডল দ্য বল’ নিয়মে ইতিহাসের যত অদ্ভুত আউট
৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৭
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘হ্যান্ডল দ্য বল’ নিয়মে আউট হয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেট ইতিহাসে অবশ্য এটিই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার দেখা গেছে এমন আউট। ইতিহাসের ১১তম ব্যাটার হিসেবে এই নিয়মে কপাল পুড়ল মুশফিকের। টেস্ট ইতিহাসে এর আগে সাতবার ব্যাটারকে এভাবে আউট করেছে প্রতিপক্ষ, ওয়ানডেতে এমন আউট হয়েছেন তিন ব্যাটার।
টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডল দ্যা বল’ নিয়মে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার রাসেল এনডিন। ১৯৫৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই নিয়মে আউট হয়েছিলেন তিনি। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যান্ড্রু হিলডিচ পাকিস্তানের বিপক্ষে, ১৯৮২ সালে পাকিস্তান ব্যাটার মহসিন খান অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ডেসমন্ড হেয়নেস ভারতের বিপক্ষে, ১৯৯৩ সালে ইংল্যান্ড ব্যাটার গ্রাহাম গুচ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নিয়মে আউট হয়েছিলেন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ভারতের বিপক্ষে, একই বছর ইংল্যান্ডের মাইকেল ভন ভারতের বিপক্ষে ‘হ্যান্ডল দ্য বল’ নিয়মে আউট হয়েছিলেন।
ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে ১৯৮৬ সালে ভারতের মহিন্দর অমরনাথ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ড্যারেল কলিনান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ২০১৫ সালে জিম্বাবুয়ের চামু চিবাবা আফগানিস্তানের বিপক্ষে ‘হ্যান্ডল দ্য বল’ নিয়মে প্যাভিলিয়নে ফিরেছিলেন।
২০১৭ সালে ‘হ্যান্ডল দ্য বল’ নিয়মকে ‘অবস্ট্রাকেল দ্য ফিল্ডার’ নিয়মের ভেতরে নিয়ে আসে আইসিসি। এরপর প্রথম ব্যাটার হিসেবে আজ মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মুশফিক এই অদ্ভুত নিয়মে আউট হলেন।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।
সারাবাংলা/এফএম/এসএস