পঞ্চাশের আগেই বাংলাদেশের ৪ উইকেট নেই
৬ ডিসেম্বর ২০২৩ ১১:০৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ১২:৫৫
সিলেটে দুর্দান্ত এক জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। তবে ঢাকায় দ্বিতীয় টেস্টের শুরুটা হলো হতাশার। আগে ব্যাটিং করতে নেমে ৪৭ রানেই ৪ চার উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
মিরপুরের স্পিনবান্ধব পিচে ইনিংসের ষষ্ঠ ওভারেই স্পিন আক্রমণ আনেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। স্পিনেই কাটা পরেছে বাংলাদেশ। কিউই স্পিনের বিপক্ষে একে একে ফিরে গেছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৫৫। ৮ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে ক্রিজে থাকা তরুণ শাহাদাত হোসেন দীপু এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি।
বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে শুরু থেকেই নড়বড়ে লেগেছে। বিশেষ করে মাহমুদুল হাসান জয়কে শুরু থেকেই অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। দুজনই উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সকাল সকাল। অভিজ্ঞ মুমিনুল হকও হতাশ করেছেন।
জাকির হাসান একেবারেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মিচেল স্যান্টনারের গতি কমিয়ে হালকা টেনে দেওয়া বলে এগিয়ে এসে বড় শট খেলতে গিয়েছিলেন জাকির। কিন্তু ব্যাটে-বলে ঠিকভাবে করতে পারেননি। বল চলে যায় শর্ট মিড উইকেটে কেন উইলিয়ামসনের হাতে। ২৪ বলে ৮ রান করে ফেরেন জাকির।
পরের ওভারেই কাটা পরেন অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। এজাজ প্যাটেলের বলে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছিলেন। কিন্তু বল ঠিকভাবে ব্যাটে নিতে পারেননি। এজড হয়ে বল চলে যায় শর্ট লেগে টম লাথামের হাতে। ৪০ বলে ১৪ রান করে ফেরেন জয়।
চারে নামা মুমিনুল হক সৌরভ ভরসা দিচ্ছিলেন। কিন্তু এজাজ প্যাটেলেরই ভেতরে ঢোকা একটা বল সামলাতে পারেননি মুমিনুল। ১০ বলে ৫ রান করা মুমিনুলের ব্যাটের কানা ছুয়ে বল চলে যায় উইকেটরক্ষকের হাতে।
সিলেট টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত তারপর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। মিচেল স্যান্টনারকে রিভার্স সুইপে চার হাঁকিয়েছিলেন শান্ত। পরের বলে আবারও রিভার্স করার চেষ্টা করলেন। স্যান্টনার বলের গতি কমিয়ে একটু নিচু করে ছেড়েছিলেন। তাতেই কাটা পরেছেন শান্ত।
বল আঘাত হানে তার প্যাটে। আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউ নিয়ে শান্তর উইকেট পেয়েছে নিউজিল্যান্ড। ১৪ বলে ৯ রান করে ফিরেছেন শান্ত। এখন পর্যন্ত বাংলাদেশের পতন হওয়া চারটি উইকেটই গেছে নিউজিল্যান্ডের স্পিনারদের থলিতে।
সারাবাংলা/এসএইচএস