Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৩ ০৯:০১

২৩ বছরের টেস্ট ইতিহাসে কখনোই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা হয়নি। ঘরের মাঠে নাজমুল হোসেন শান্তর সামনে হাতছানি দিচ্ছে নতুনভাবে ইতিহাস লেখার সুযোগ। সিলেটে প্রথম টেস্ট জিতে এর মাঝেই বেশ কিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। মিরপুরে দ্বিতীয় টেস্ট জিতে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর শান্ত-তাইজুলরা।

সেই লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার (৬ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

টেস্টে দুই দলের দেখা হয়েছে মোট ১৮ বার। এর মাঝে ১৩ ম্যাচেই জয় কিউইদের। বাংলাদেশ জিতেছে মাত্র ২ ম্যাচ, একটি এসেছে এই সিরিজেই। অন্যটি ২০২২ সালে মাউন্ট মঙ্গুইতে সেই ঐতিহাসিক জয়। সিরিজের প্রথম টেস্টে জিতে সেবারও সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। দুই দল ড্র করেছে তিন টেস্ট।

এবার সিলেটে অধিনায়ক শান্তর সেঞ্চুরির সঙ্গে তাইজুল ইসলামের ১০ উইকেটে সিরিজের প্রথম ম্যাচটি জিতেছে বাংলাদেশ। স্বপ্ন এবার দ্বিতীয় টেস্টেও বাজিমাৎ করে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টস দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর