Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরের উইকেট বুঝতে কয়েক সেশন খেলতে হয়— হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩

দীর্ঘদিন মিরপুরে খেলার পরেও বাংলাদেশের ক্রিকেটাররাও এখানকার উইকেটের আচরণ বুঝতে পারেন না। আর বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কি বুঝতে পারবেন মিরপুরের উইকেটে হেঁটে? তবে তিনি মনে করেন, এখানে কয়েক সেশন খেলার আগে বোঝাই যায় না উইকেটের আচরণ কেমন হতে পারে।

মিরপুরের উইকেট সবসময় স্পিনারদের জন্য বাড়তি সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশ দল কোনো পেসার ছাড়াও অতীতে খেলেছে এই পিচে। অতি টার্নিং, মন্থর আর উঁচু-নিচু বাউন্সের কারণে ব্যাটারদের কাজ এখানে বরাবরই বেশ কঠিন। তবে মিরপুরে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ভিন্ন এক ধরণের উইকেটের দেখা মিলেছিলো।

বিজ্ঞাপন

সিলেট টেস্টে এক পেসারের সঙ্গে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও কি সেভাবেই দল সাজাবে টাইগাররা? এমন প্রশ্নের জবাবে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এটা পিচের অবস্থার ওপর নির্ভর করবে। আর অবশ্যই আমাদের শক্তিমত্তার ওপরও।’

সিলেটে পাঁচ দিন ধরেই দুর্দান্ত ক্রিকেট খেলে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এবারেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলেই জয় পাওয়া আশা বাংলাদেশে। আর সেই লক্ষ্যে দলও সাজানো হবে উইকেটের চরিত্রের ওপর নির্ভর করে। তবে উইকেটের চরিত্র অন্য স্টেডিয়ামে বোঝা গেলেও মিরপুরের উইকেট সবসময়ই ভিন্ন রকম আচরণ করে।

টাইগার কোচ মিরপুরের উইকেট নিয়ে বলেন, ‘কখনো কখনো মাঠে নামার আগে আপনি বুঝবেন না পিচ কেমন আচরণ করতে যাচ্ছে, এমনকি কয়েকটা সেশন না খেললে বোঝা যায় না। যেহেতু এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না বিশ্বের আর কোনো মাঠে এত বেশি খেলা হয়, যতটা এই মাঠে হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আপনি যদি ক্রিকেট বুঝে থাকেন, তাহলে বুঝবেন যে দলটা কন্ডিশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সঙ্গে প্রতিপক্ষের দুর্বলতার কথা মাথায় রেখে কৌশল গতভাবে বিষয়টা সামলানো হয়। শেষ ম্যাচটা আমরা এখানে খেলেছি আফগানিস্তানের বিপক্ষে, সেটা ভিন্ন পিচ ছিল। তখন এখানে অনেকদিন ক্রিকেট হয়নি, পিচটা তৈরি করার সুযোগ ছিল। সে সময় আমরা তিন পেসার নিয়ে খেলেছিলাম। যদি আপনার মনে থাকে, এর আগের ম্যাচটা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে উইকেটটা ভিন্ন ছিল। তবে বিষয়টা হচ্ছে, আমাদের এখন সব ধরনের স্কিলসেট আছে। সেটা এখন যেমন ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। সেটা এখন দলের জন্য বেশ ভালো।’

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এসএস

চন্ডিকা হাথুরুসিংহে টপ নিউজ টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর