Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়ক শান্ততে মুগ্ধ হাথুরু, দেখছেন লম্বা ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ২২:১৩

সাকিব-তামিমের অনুপস্থিতিতে তার কাঁধেই পড়েছিল নেতৃত্বের ভার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বের পরীক্ষায় ভালোভাবেই উতরে গিয়েছেন। দারুণ এক সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন বড় জয়, কুড়িয়েছেন অনেক প্রশংসাও। মিরপুরে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেও শান্তর প্রশংসায় পঞ্চমুখ। হাথুরু বলছেন, অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ অনেক লম্বাই দেখছেন তিনি। টেস্টে বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন শান্ত।

বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশী ক্রিকেটারও এখন তিনিই। অন্য সবার মতো শান্তকে মুগ্ধ কোচ হাথুরু, ‘অধিনায়ক হওয়া আর নেতৃত্ব দেওয়া দুটো ভিন্ন ব্যাপার। তার অধিনায়কত্ব দারুণ ছিল, তার কৌশলগুলো ঠিক ছিল। ফিল্ডিংও দারুণভাবে সাজিয়েছে সে। সে নিজে থেকে এগিয়ে এসেই সিদ্ধান্তগুলো নিয়েছে। সে নিজের সম্মানটা নিজেই আদায় করে নিয়েছে। আমি মনে করি তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাকে অধিনায়ক করা বোর্ডের সিদ্ধান্ত। আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।’

বিজ্ঞাপন

ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পারছেন না, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে হাথুরু এসব উড়িয়ে দিয়ে বললেন, পূর্ণ স্বাধীনতা নিয়েই মাঠে নামেন দলের সবাই, ‘আমি সবসময়ই ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলার বার্তা দেই, এবারও তেমনটাই হবে। নিজেদের শক্তিমত্তার জায়গাটা বুঝে এগিয়ে যেতে হবে। দলটা তরুণ হলেও তাদের স্কিল অনেক ভালো। তারা ঘরোয়া ক্রিকেটে যে স্বাধীনতা নিয়ে খেলে এখানেও সেভাবেই খেলবে।‘ সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের ছাড়া অনেকটাই তরুণ দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।

তরুণদের এমন পারফরম্যান্স আশাবাদী করেছে হাথুরুকে, ‘তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য ভালো একটা বিজ্ঞাপন। এই একাদশের সাতজন ঘরোয়া লিগ খেলে এসেছে। তারা পঞ্চম দিনেও ফিল্ডিংয়ে খুবই ভালো করেছে। তরুণ দলটা তাদের সর্বোচ্চ দিয়েছে মাঠে। পরের ম্যাচেও তাদের দিকে তাকিয়ে থাকব ভালো কিছুর জন্য।’

আগামীকাল মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম টেস্টে সিলেটের মাঠে ১৫০ রানের জয়ে ১-০ তে এগিয়ে আছেন শান্তরা।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এফএম/এসএস

চান্দিকা হাথুরুসিংহে টপ নিউজ টেস্ট সিরিজ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর