Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়বে বাজবল: ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩ ১২:১৮

ইংল্যান্ডের ‘বাজবলের’ উদ্ভাবন বদলে দিয়েছে ক্রিকেটকে। বদলে যাওয়া ইংল্যান্ড দলের কারিগর তাদের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। তবে সাম্প্রতিক সময়ে বাজবলে খুব একটা সাফল্য ধরা দেয়নি ইংল্যান্ডের। কিছুদিন পরেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। ম্যাককালাম বলছেন, ফলাফল যাই হোক বাজবল স্টাইলের ক্রিকেট তারা চালিয়ে যাবেন। যদিও ভারতের বিপক্ষে বাজবল কঠিন পরীক্ষার মুখে পড়বে বলেও স্বীকার করেছেন ইংল্যান্ড কোচ।

বিজ্ঞাপন

বাজবলের আক্রমণাত্মক ক্রিকেটে প্রতিপক্ষের ওপর অতি মাত্রায় চড়াও হওয়াটা স্বাভাবিক ব্যাপার বানিয়ে ফেলেছিল ইংল্যান্ড। তবে শুরুতে সাফল্য এলেও ধীরে ধীরে এটি ইংল্যান্ডের জন্য বুমেরাং হয়ে দাড়ায়। এবারের অ্যাশেজেই প্রথম টেস্টে মাত্র ৭৮ ওভারে হুটহাট ইনিংস ঘোষণা করে বেশ সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড, সেই ম্যাচ হারতেও হয়েছিল তাদের। ওয়ানডে বিশ্বকাপেও ছন্নছাড়া ইংল্যান্ড নিজেদের মেলে ধরতে পারেনি। বাজবলের কার্যকারিতা নিয়ে তাই নানা প্রশ্নের মুখেই পড়েছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ইংল্যান্ড কি তাহলে বাজবল থেকে মুখ ফিরিয়ে নেবে? কোচ ম্যাককালাম অবশ্য ঘোষণা দিয়েই দিলেন, বাজবল ছাড়ছে না ইংল্যান্ড, ‘ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়বে বাজবল। ভারত তাদের মাটিতে সেরা দল। এই চ্যালেঞ্জটার জন্য মুখিয়ে আছি। আমরা বাজবল স্টাইলে খেলবোই, এতে জয় পেলে ভালো। যদি হেরেও যাই তাও এভাবে খেলেই হারব।‘

‘আনন্দদায়ক’ ক্রিকেট খেলার জন্যই বাজবলটা ধরে রাখতে চান ম্যাককালাম, ‘আমরা ক্রিকেটকে ভালোবাসি বলেই খেলাটা খেলছি। এটাকে আমরা উপভোগ করতে চাই, উপভোগ করাতেও চাই। আমরা খুবই সৌভাগ্যবান যে শুরুতেই এই ধরনের ক্রিকেটে সাফল্য এসেছে। এতে অনেক ক্রিকেটারই নতুনভাবে নিজেদের মেলে ধরতে পেরেছেন। এটাই নেতা হিসাবে আমার জন্য সন্তুষ্টির কারণ।’

আগামী ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

সারাবাংলা/এফএম/এসএস

টেস্ট সিরিজ ব্রেন্ডন ম্যাককালাম ভারত বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর