Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিজ্ঞতার শক্তিতেই সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী সোধি

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৪

বাংলাদেশের কন্ডিশনে কাজটা কঠিন হবে, সেটা হয়ত নিউজিল্যান্ড আগেভাগেই জানত। সিলেটে সিরিজের প্রথম টেস্টে হয়েছেও সেটাই। শান্ত-তাইজুলদের দুর্দান্ত পারফরম্যান্সে ১৫০ রানের বড় জয় দিয়েই সিরিজে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে ও সিরিজ বাঁচাতে মিরপুরের দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই কিউইদের সামনে। ম্যাচের আগে মিরপুরে অনুশীলনের সময় নিউজিল্যান্ড স্পিনার ইস সোধি জানিয়েছেন, অভিজ্ঞতার শক্তিতেই সিরিজে ফিরে আসবে তার দল।

বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে অভিষেকেই শান্তর সেঞ্চুরি কিংবা তাইজুলের ১০ উইকেট নেওয়া, সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ব্যাটে-বলে দুই বিভাগেই পরাস্ত করেছে বাংলাদেশ। এমন হারের পরেও অবশ্য মিরপুরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সোধির কণ্ঠে, ‘গত কয়েক বছরে নিউজিল্যান্ডের সাফল্যের অন্যতম কারণ হচ্ছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো। মানছি কাজটা কঠিন হবে। এমন হারের পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। তবে আমাদের যত অভিজ্ঞ ক্রিকেটার আছে, সবাই এমন পরিস্থিতিতে আগেও পড়েছেন, আগেও ঘুরে দাঁড়িয়েছেন। পরের ম্যাচে আমরা কি পরিকল্পনা নিয়ে মাঠে নামব সেটা আমরা জানি। সিলেটের ম্যাচের হার অবশ্যই হতাশার। তবে দিন যত গিয়েছে, আমরা ততো ভালো করেছি। আমি নিজেও খুব বেশি টেস্ট খেলিনি।’

বিজ্ঞাপন

সোধি আরও বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে কাজটা আরও কঠিন। তবে এই কন্ডিশনের কীভাবে সাফল্য পেতে হয় এটা আমরা দেখেছি, পরের ম্যাচে সেভাবেই খেলব। সিলেটে দুই ইনিংসে ৩০০ রান পার করেছে বাংলাদেশ। বোলারদের আরও ভালো পারফর্ম করে কম রানে বেধে ফেলা উচিত ছিল শান্তদের। আমার মনে হয় বোলিংয়ে জুটি গড়ে আরেকটু ভালো করা সম্ভব। আশা করি পরের ম্যাচে এমনটা হবে, আমরা এটা নিয়ে কাজ করছি। অনেক লম্বা সময় ধরে টেস্ট না খেলার জন্য ব্যাপারটা চ্যালেঞ্জ হয়ে দাড়ায়। তবে আমরা খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি। আগের ম্যাচেই মানিয়ে নিলে ভালো হত। তবে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা জয়ের আশাতেই মাঠে নামব।’

মিরপুরে গত সেপ্টেম্বরেই সোধির অলরাউন্ড পারফরম্যান্সে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ওয়ানডেতে ৩৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন সোধি, ব্যাট হাতে করেছিলেন ৩৯ বল ৩৫ রান। চেনা মাঠে তাই ভালো কিছুই আশা করছেন সোধি, ‘সাফল্য আছে এমন মাঠে যখন খেলতে নামবেন তখন আত্মবিশ্বাস একটু বেশিই কাজ করে। আমাদের পিচটা বুঝতে হবে, বল আসলে কি করতে পারে সেটা জানাটা জরুরি। ম্যাচের আগে কঠোর পরিশ্রম করছি, আশা করি ভালো কিছু হবে।’

আগামী ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এফএম/এসএস

দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর