Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের কৃতিত্বটা বাংলাদেশের বোলারদের দিলেন সাউদি

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৩ ১৫:১৯

ঘরের মাঠে বাংলাদেশের স্পিনারদের সামলানো যে সহজ হবে না, নিউজিল্যান্ড হয়তো সেটা আগেভাগেই জানতো। শেষ পর্যন্ত সত্যি হলো সেই শঙ্কা। তাইজুল-নাঈম-মিরাজদের স্পিন বিষে নীল হয়ে সিলেটে সিরিজের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল কিউইরা। ১৫০ রানের হারের পর ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি মূল কৃতিত্বটা দিলেন বাংলাদেশের বোলারদের। সাউদি আরও বলেন, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেই সেঞ্চুরিও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ৭ রানের সামান্য লিড নিয়েছিল নিউজিল্যান্ড। সেবার ৩১৭ রান করলেও রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ। এক ড্যারিল মিচেল ও টিম সাউদি ছাড়া ব্যাট হাতে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। দুই ইনিংসেই ছিল স্পিনারদের দাপট। বিশেষ করে তাইজুলের ১০ উইকেট শিকার কিউই ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড, বাংলাদেশ পায় ১৫০ রানের বড় জয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের জয়ের মূল কৃতিত্বটা তাইজুল-মিরাজদেরই দিচ্ছেন সাউদি, ‘বাংলাদেশের বোলাররা দীর্ঘ সময় ধরে আমাদের চাপে রেখেছে। আমাদের বোলাররাও ভালো করেছে তবে তাদের মতো না। আমরা ভালো কোনো জুটিও করতে পারিনি। আমার মনে হয় বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছে। আর উপমহাদেশে দিন যত গড়ায় ততো ব্যাটিং করা কঠিন হয় এটা আমরা সবাই জানি। ভালো কিছু জুটি গড়তে পারলে হয়তো ফলাফল অন্যরকম হত।’

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায়ক শান্তর সেই দুর্দান্ত ইনিংসেই ৩০০ রান পেরোয় লিড। শান্তর এই শতক বাংলাদেশের জয়ে অন্যতম বড় ভূমিকা রেখেছে বলেই মানছেন সাউদি, ‘শান্তর ইনিংসটা দুর্দান্ত ছিল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়েই এই ইনিংসটা এসেছে। আমাদের এই ইনিংসের দিকে তাকিয়ে অনেক কিছুই শিখতে হবে। অনেক কিছুরই উন্নতির জায়গা আছে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু হলো প্রথমবার এই চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নিউজিল্যান্ডের। মিরপুরে জয় দিয়েই সিরিজে ফিরতে চান সাউদি, ‘গত পাঁচ দিনে কি ভুল হয়েছে সেটার দিকে ফিরে তাকিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পরের ম্যাচের আগে কিছুদিন সময় আছে। বাংলাদেশের মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। আশা করি পরের ম্যাচে সব বিভাগেই আমরা ভালো করব।’

আগামী ৬ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এফএম/এসএস

টিম সাউদি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিলেট টেস্ট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর