বড় দলকে হারানোর রোমাঞ্চের অপেক্ষায় তাইজুল
১ ডিসেম্বর ২০২৩ ১৯:১১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ ২০:২৮
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জয় দেখছে বাংলাদেশ। ম্যাচ জিতেতে আগামীকাল শেষ দিনে মাত্র ৩ উইকেট প্রয়োজন বাংলাদেশের। উইকেটে যেভাবে স্পিন ধরছে এবং বাংলাদেশি স্পিনাররা যেমন পারফর্ম করছে তাতে জয়ের বলা যায়, জয়ের একদম কাছাকাছি বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে এর আগে টেস্টে মাত্র একবারই হারাতে পেরেছে বাংলাদেশ, গত বছর মাউন্ট মঙ্গানুইতে। নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট জিতলে নিশ্চয় আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই সুযোগের অপেক্ষায় তাইজুল ইসলাম।
সিলেট টেস্টে এখন পর্যন্ত তাইজুলই সেরা পারফরমার। প্রথম ইনিংসে মাত্র ৭ রানের লিড পেয়েছিল নিউজিল্যান্ড, তাতে তাইজুলের বড় অবদান। একাই চার উইকেট তুলে নিয়ে কিউইদের বেশিদূর এগুতে দেননি। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গেছেন।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলছিলেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনও জিতিনি। তবে আমরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, কালকেও করব। আমার কাছে মনে হয়, একটা বড় দলকে যখন হারানো যায়, নিজেদের আত্মবিশ্বাস থেকে শুরু করে, আমাদের দেশের যেসব খেলোয়াড় এখন খেলছে, তাদের আত্মবিশ্বাস থেকে শুরু করে একটা দলের বদলে যাওয়ার আভাস থাকে।’
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আজ পতন হওয়া ৭ উইকেটের ৬টিই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা। তাইজুল চারটি, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসান একটি করে।
উইকেট বুঝে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা। তাইজুল বলেন, ‘সকালেও উইকেট এত কঠিন মনে হচ্ছিল না। আমাদের বোলাররা অনেক দুর্দান্ত বোলিং করেছে। ওরা বড় ব্যাটারদের দ্রুত হারানোয় চাপে পড়েছে। বলব না উইকেট খুব খারাপ।’
সারাবাংলা/এসএইচএস