Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ উইকেট তুলে স্বস্তি নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩ ১৪:২৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ ১৪:২৪

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। চা-বিরতির আগে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কিউইরা। এর আগে বাংলদেশ ৩৩৮ রানে অল আউট হয়।

চতুর্থ ইনিংসের প্রথম ওভারেই উদ্বোধনী জুটি ভেঙে দেন শরিফুল ইসলাম। টম ল্যাথাম শূন্য করে নুরুল হাসান সোহানের ক্যাচ হন। দলের কোনও রান না হতে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে সতর্ক ব্যাটিং করতে থাকেন। দশম ওভারে আঘাত করেন তাইজুল ইসলাম। ২৪ বলে ১১ রান করে এলবিডব্লিউ হন উইলিয়ামসন। মেহেদী হাসান মিরাজ বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট তুলে নেন। হেনরি নিকলসকে ২ রানে শরিফুল ইসলামের ক্যাচ বানান। ৩০ রানে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দারুণ শুরু করেছে। দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।

দারুণ বোলিংয়ে দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিল বাংলাদেশ। ৩৩২ রানের লক্ষ্য তাড়ায় ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান করল নিউ জিল্যান্ড। ৭ উইকেট বাকি রেখে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২৯৫ রান। ডেভন কনওয়ে ১৮ ও ড্যারেল মিচেল ৬ রানে দিনের শেষ সেশনে ব্যাটিং শুরু করবেন।

মধ্যাহ্ন বিরতির পর ৩০ রান যোগ করে শেষ ৩ উইকেট হারায় বাংলাদেশ। ফিফটি করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। পরে রান তাড়া করতে নামা নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই ধাক্কা দেন শরিফুল ইসলাম। ড্রেসিং রুমে ফেরেন টম ল্যাথাম। কিউইদের মূল ব্যাটার কেইন উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টপ নিউজ প্রথম টেস্ট বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর