সিলেটে কত রানের লিড নিরাপদ বুঝতে পারছে না বাংলাদেশ
৩০ নভেম্বর ২০২৩ ২০:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ২০:৪৬
সিলেট টেস্টে এখন পর্যন্ত চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৭ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। পরে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১২ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ এখনই ২০৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৭ উইকেট বলে লিডটা অনেকদূর টেনে নেওয়ার সুযোগ স্বাগতিকদের সামনে। তবে কতো রানের লিড নিরাপদ তা ঠিক বুঝতে পারছে না বাংলাদেশ!
সিলেট টেস্টের প্রথম দুই দিনের উইকেট বেশ কঠিন মনে হচ্ছিল। বল শার্প টার্ন করছিল আবার হঠাৎ নিচুও হচ্ছিল। তবে আজ তৃতীয় দিন বল দারুণভাবে ব্যাটে আসতে দেখা গেছে। অথচ হওয়ার কথা ছিল উল্টোটা। এই ‘রহস্যময়’ উইকেটে কতো রানের লিড নিরাপদ সেটাই যেন ধারণা করতে পারছে না বাংলাদেশ।
দিনের খেলা শেষে মুমিনুল হক সৌরভ সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা (কত রানের লিড নিরাপদ) বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০-ও হতে পারে, ৩৫০ও হতে পারে। কালকের উপর নির্ভর করে। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চার’শ হলে ঠিক আছে…।’
স্কোরবোর্ডে ২০৫ রানের লিড, কি চিন্তা করছেন, এমন প্রশ্নে মুমিনুল বলেছেন, ‘কেমন চিন্তা করেছি, এখন পর্যন্ত চিন্তাই করিনি। তবে পজিশন ভালো আছে এখন পর্যন্ত। এটাই।’
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বেশ ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে অপরাজিত আছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিফটির কাছাকাছি গিয়ে অপরাজিত আছেন। মুমিনুল নিজেও রান পেয়েছেন।
এই ধারাটা অব্যাহত রেখে ম্যাচটা যতোটা পারা যায় নিজেদের দিকে হেলে নিয়ে আসতে হবে, বলছেন মুমিনুল। এক্ষেত্রে স্বাভাবিক ব্যাটিংয়ের ওপর মনোযোগ দিচ্ছেন তিনি।
মুমিনুল বলেন, ‘ম্যাচে ফল হবে। এজন্য স্বাভাবিক ক্রিকেট খেললেই ভালো। যত পারা যায় ওদের দিক থেক গেম নিয়ে আসতে হবে। টেস্ট ক্রিকেটটাই এমন। ধৈর্য ধরে বোলিং করতে হবে। স্বাভাবিক ব্যাটিং করতে হবে।’
উল্লেখ্য, সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ৩১০ রানে। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ৩১৭ রানে।
সারাবাংলা/এসএইচএস