Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েকে বিদায় করে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩ ১৬:০৮

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়েছে উগান্ডা। আর তাতেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হলো পূর্ব আফ্রিকার দেশটির। এদিকে উগান্ডা ২০২৪ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় কপাল পুড়েছে জিম্বাবুয়ের।

কেনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও আর বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই জিম্বাবুয়ের। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে উগান্ডার। উগান্ডার কাছে হারটাই জিম্বাবুয়ের জন্য দুঃখের কারণ। গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারা টেস্ট মর্যাদা সম্পন্ন দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছে দর্শক হয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উগান্ডার জয়ের নায়ক দলটির বোলাররা। আলপেশ রামজানি, দীনেশ নাক্রানি, সিসেন্দু আর মাসাবার তোপে রুয়ান্ডা ১৮.৫ ওভারে মাত্র ৬৫ রানে অল আউট হয়। দলের মাত্র দুই ব্যাটার যান দুই অনেক। কোন ব্যাটারের স্ট্রাইকরেট একশোর ধারেকাছে ছিলো না।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী উগান্ডা। ওপেনার রোনাক প্যাটেল ফিরলেও রজার মুকসাকে নিয়ে দ্রুত কাজ সেরে ফেলেন তিনি। ৮.১ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে উগান্ডা। দলের জয় নিশ্চিত করে ২১ বলে অপরাজিত থাকেন ২৬ রানে।

যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ২০টি দল। উগান্ডার মধ্য দিয়ে ২০ দল চূড়ান্ত হয়ে গেল। আফ্রিকান অঞ্চলের বাছাই পেরিয়ে এর আগে বিশ্বকাপে পা রাখে নামিবিয়া।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

উগান্ডা জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর