Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট টেস্টে ব্র্যাডম্যানকে ছুঁয়েছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩ ১৩:১৪

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়েছেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৭৬তম ওভারের চতুর্থ বলটি করেন নাইম। স্কয়ার লেগে বল ঠেলে দিয়ে দৌড়ে এক রান পূরণ করলেন কেইন। আর সঙ্গে সঙ্গে হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে জানিয়ে দিলেন ছুঁয়ে ফেলেছেন শতক। এটি কেবল সাধারণ একটি শতকই নয় এটি ছিল উইলিয়ামসনের স্যার ডন ব্র্যাডম্যানকে ছোঁয়ার শতক।

টেস্ট ক্যারিয়ারে এটি কেইন উইলিয়ামসনের ২৯তম শতক। টেস্টে যদিও এটিই সবচেয়ে দ্রুততম ২৯টি সেঞ্চুরির রেকর্ড নয়। তার আগে ২৯টি টেস্ট সেঞ্চুরির দেখা পেতে ডন ব্র্যাডম্যানের ৭৯, শচীন টেন্ডুলকারের ১৪৮, স্টিভেন স্মিথের ১৫৫ ইনিংস খেলতে হয়েছে। এই রেকর্ড ছুঁতে কিউই এই ব্যাটার খেলেছেন ১৬৫টি ইনিংস।

বিজ্ঞাপন

২৯তম সেঞ্চুরিতে কেবল ব্র্যাডম্যান নয় সেই সঙ্গে বিরাট কোহলিকেও ছুঁয়েছেন তিনি। ভারতীয় এই ব্যাটারের টেস্ট সেঞ্চুরির সংখ্যাও ২৯টি। এদিকে বাংলাদেশের সঙ্গে টেস্ট সেঞ্চুরিটি উইলিয়ামসনের টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে শ্রীলংকার বিপক্ষে টানা দুই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটার।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এসএস

কিংবদন্তি ডন ব্র্যাডম্যান কেইন উইলিয়ামসন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ব্র্যাডম্যান