দুই ওপেনারের দৃঢ় শুরু, লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
৩০ নভেম্বর ২০২৩ ১১:৪৩
সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশি বোলারদের ভুগিয়েছে নিউজিল্যান্ডের টেল এন্ডাররা। তবে কিউইদের লিড বেশি হতে দেয়নি বাংলাদেশ। মাত্র ৭ রানের লিড নিতে পারে সফরকারিরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই লিড নিয়েছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হোসেন দৃঢ় শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে।
ইনিংসের শুরুতেই লিড নিলো বাংলাদেশ। কাইল জেমিসনের করা দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে জোড়া বাউন্ডারি মেরে নিউ জিল্যান্ডের ৭ রান টপকে গেল স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। কিউইদের লিড টপকে যেতে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের খেলতে হয়েছে মোটে ৮ বল। এরপরই লিড নেয় বাংলাদেশ। লাঞ্চের আগে বাংলাদেশকে খেলতে হয়েছে ১০ ওভার। এই সময়টায় কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তুলেছে বাংলাদেশ। তাতে খানিকটা স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে স্বাগতিকরা।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১০ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৩৪ বলে ৫ আর জাকির হোসেন ২৬ বলে ১৪ রান করেন।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।
সারাবাংলা/এসএস