তাইজুল-মুমিনুলের ঘূর্ণিতে ৩১৭ রানে থামল কিউইরা
৩০ নভেম্বর ২০২৩ ১১:০০
সিলেট টেস্টের তৃতীয় দিন সকালেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার লক্ষ্যে নামে বাংলাদেশ। তবে ৯ম উইকেটে সাউদি এবং জেমিসন দারুণ প্রতিরোধ গড়েন। এই জুটি কিউইদের এনে দেন লিডও। পঞ্চাশ ছাড়ানো এই জুটিতেই লিড পেয়ে পানি পানের বিরতিতে যায়। বিরতি থেকে ফিরেই মুমিনুলের ঘূর্ণির সামনে ৩১৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। আর তাতেই সফরকারিরা পেয়ে যায় ৭ রানের লিড। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট নেন তাইজুল আর তিনটি উইকেট নেন মুমিনুল হক।
প্রথমে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো জেমিসন-সাউদি জুটি ভাঙেন মুমিনুল। প্রয়োজনের সময় এই বামহাতির স্পিন ভেলকি কাজে দিয়েছে আবার। লেগ বিফোরে তিনি জেমিসনকে সাজঘরে পাঠিয়েছেন। তাতে ভেঙেছে ৫২ রানের জুটি। জেমিসন ২৩ রানে আউট হয়েছেন। তিন বল বিরতি দিয়ে তার পর সাউদিকে বোল্ড করেছেন মুমিনুল। তাতে ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে সফরকারীরা।
গতকাল আলো ছড়ানো তাইজুল ইসলাম এদিন উইকেট পাননি। ১০৯ রানে মোট ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বোলিং করেছেন মুমিনুল হক। মাত্র ৩.৫ ওভারে ৪ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।
দ্বিতীয় দিনের শেষ বিকালে তাইজুল ঝলকে তৃতীয় দিনে সুন্দর সকালের আশায় ছিল বাংলাদেশ। কিউইদের দ্রুত গুটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়ে লিড পাওয়ার আশায় ছিল। কিন্তু নবম উইকেটে কাইল জেমিসন-টিম সাউদি সেটি হতে দিলে তো! জুটি গড়ে উল্টো লিড নিয়েছে সফরকারী দল। সকালের সেশনে প্রায় ঘণ্টা খানেক বাংলাদেশকে হতাশ করে স্কোরবোর্ডে রান জমা করেছে এই জুটি।
দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন জুটি গড়ে খেললেও শেষ সেশনে বাংলাদেশের স্পিনে পুরোপুরি নিয়ন্ত্রণ হারায় নিউজিল্যান্ড। জীবন পাওয়া কেইন উইলিয়ামসনই মূলত কিউইদের টেনে নিচ্ছিলেন। তার পর শেষ বিকালে সেঞ্চুরি পাওয়া কেন উইলিয়ামসনের প্রতিরোধ ভেঙে মুহূর্তেই ইনিংসের গতিপথ বদলে দিয়েছেন তাইজুল। নতুন নামা ইশ সোধিকেও তিনি ফেরালে দ্বিতীয় দিনে ২৬৬ রানে ৮ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় নিউজিল্যান্ড। এখন প্রথম ইনিংসে লিড পাওয়ার আশা নিয়ে প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু করেছে স্বাগতিক দল। কিউইরা এখনও ৪০ রানে পিছিয়ে।
বল হাতে ঝলক দেখানো তাইজুল ছিলেন দ্বিতীয় দিনের সেরা বোলার। বামহাতি স্পিনার ৮৯ রানে ৪ উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন নাঈম হাসান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড
৩১৭/১০, ১০১.৫ ওভার, (এজাজ প্যাটেল ১*, লাথাম ২১, কনওয়ে ১২, হেনরি নিকোলস ১৯, ড্যারিল মিচেল ৪১, টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ৪২, কেন উইলিয়ামসন ১০৪, ইশ সোধি ০, কাইল জেমিসন ২৩, টিম সাউদি ৩৫)
বাংলাদেশ প্রথম ইনিংস ৮৫.১ ওভারে ৩১০ (জয় ৮৬, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, সোহান ২৯)।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।
সারাবাংলা/এসএস