দ্বিতীয় সেশনে তাইজুল-শরিফুলের আঘাত, উইলিয়ামসনের প্রতিরোধ
২৯ নভেম্বর ২০২৩ ১৪:১৮
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলে বাংলাদেশের ইনিংস শেষ হয়। এরপর মধ্যাহ্ন বিরতির আগেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফেরায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে কেইন উইলিয়ামসন সঙ্গী করেন হেনরি নিকোলসকে আর গড়েন প্রতিরোধ। এই জুটির পঞ্চাশ পূরণের পরেই আঘাত হানেন শরিফুল। এরপর অর্ধশতক করার আগেই তাইজুল ফেরান ড্যারিল মিচেলকে। চা-বিরতির আগে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৮ রান।
নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের প্রথম পানি পানের বিরতি পর্যন্ত ১২ ওভারে নিউজিল্যান্ডের দুই ওপেনার কাটিয়ে দেন শরিফুল, মেহেদি হাসান মিরাজদের ওভার। ১৩তম ওভারে বোলিংয়ে এসেই উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ড্রেসিং রুমে ফিরলেন টম লাথাম। লাথাম ফিরলে উইকেটে আসেন কেইন উইলিয়ামসন। ডেভন কনওয়েকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন তিনি। তবে মেহেদি হাসান মিরাজের কাছেই পরাস্ত হন কনওয়ে। এতেই দ্বিতীয় উইকেটের পতন কিউইদের।
এরপর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তৃতীয় উইকেটে কেইন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস ৩৪ রানের জুটি গড়েন। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেও ভালোই খেলে যাচ্ছিলেন এই দুই ব্যাটার। তবে দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে কট বিহাইন্ড হলেন হেনরি নিকোলস। ৪২ বলে ১৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার। তার বিদায়ে ভাঙে কেইন উইলিয়ামসনের সঙ্গে গড়া ৫৪ রানের তৃতীয় উইকেট জুটি।
পাঁচ নম্বরে ব্যাট হাতে আসেন ড্যারিল মিচেল। কেইনকে সঙ্গী করে গড়েন ৬৬ রানের জুটিও। তবে অর্ধশতক থেকে মাত্র ৯ রান দূরে থাকতে ফেরেন মিচেল। আক্রমণে এসেই নায়ক তাইজুল ইসলাম। ড্যারিল মিচেলকে ফিরিয়ে ভাঙলেন জমে ওঠা জুটি। অফ স্টাম্পের অনেকটা বাইরে হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি এগিয়ে খেলার চেষ্টা করেন মিচেল। টার্ন করে বেরিয়ে যাওয়া বলে তিনি ব্যাট ছোঁয়াতে পারেননি।
উইকেটের পেছনে বল ধরেই বেলস ফেলে দেন নুরুল হাসান সোহান। বিদায়ঘণ্টা বাজে ৩ চার, ১ ছক্কায় ৪১ রান করে মিচেলের। ছয় নম্বরে নেমেছেন টম ব্লান্ডেল। ১৬৪ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড।
অন্যরা ফিরলেও উইকেটের এক প্রান্ত আঁকড়ে রাখেন কেইন উইলিয়ামসন। চা-বিরতির আগে পর্যন্ত ১১৬ বলে ৬৬ রান করে অপরাজিত আছেন তিনি। আর টম ব্লান্ডেল ১৬ বলে ১ রান করেছেন। নিউজিল্যান্ড ৫২ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তুলেছে।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।
সারাবাংলা/এসএস