Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যাহ্ন বিরতির আগে শান্তর ‘আত্মহুতি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১২:০৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১২:১৩

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একদিন আগে বলেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চাই। কিন্তু সিরিজের প্রথম দিনে সেই কথার সঙ্গে তার কাজের মিল থাকল না! সিলেট টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শান্ত।

লাঞ্চ বিরতি শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১০৪। ওপেনার মাহমুদুল হাসান জয় ফিফটির অপেক্ষায় অপরাজিত আছেন ৪২ রান করে। অপরপ্রান্তে ৩ রানে অপরাজিত মুমিনুল হক সৌরভ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছিলেন দুই তরুণ মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জাকিরকে শুরু থেকেই নড়বড়ে মনে হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে তার বিরুদ্ধে জোড়ালো আবেদন হয়েছিল। সেই যাত্রায় বেঁচে গেলেও নিজেকে গুছিয়ে নিতে পারেননি জাকির।

দলীয় ৩৯ রানের মাথায় ১২ রান করে নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের বলে সরাসরি বোল্ড হয়েছেন। তারপর তিনে ব্যাটিং করতে নেমে রীতিমতো টি-টোয়েন্টি ঢংয়ে রান তুলতে থাকেন নাজমুল হোসেন শান্ত।

এজাজ প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন। এজাজকে এগিয়ে এসে পরে আরও দুটি ছক্কা হাঁকান। সেই ছক্কা হাঁকানোর লোভেই ফিরতে হয়েছে সাজঘরে।

নিউজিল্যান্ডের স্পিনার গ্লেন ফিলিপসের লো ফুলটস বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন শান্ত। কিন্তু ঠিকভাবে শট খেলতে পারেননি। বল তার ব্যাটের নিচের কানায় লেগে হাওয়ায় ভেসে যায়। কেন উইলিয়ামসন ক্যাচ লুফে নেন। শান্ত মাত্র ৩৫ বল খেলে ২টি চার ৩টি ছক্কায় যখন ৩৭ রান করে ফিরছিলেন তখন গ্লেন ফিলিপসের চোখে মুখে খানিকটা বিস্ময়, এই বলেও টেস্ট উইকেট পাওয়া যায়! শান্ত যখন ফিরছিলেন তখন লাঞ্চের আগে মাত্র দুই ওভার বাকি!

বিজ্ঞাপন

অপর ওপেনার মাহমুদুল হাসান জয় অবশ্য অবিচলই আছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিতই রান পেয়েছেন জয়। ফর্মে আছেন বুঝালেন আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও। ৭৮ বল খেলে ৭টি চারে ৪২ রানে অপরাজিত জয়। অপর দিকে ৮ বলে ৩ রানে অপরাজিত মুমিনুল হক।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর