Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ০৯:৩৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ০৯:৫১

নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সিলেটে টসে জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন, তাদের প্রস্তুতি ভালো।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটে এই টেস্ট শুরু হয়েছে। নিয়মিত টেস্ট ক্যাপ্টেন সাকিব আল হাসান ইনজুরির কারণে দলের বাইরে। সহঅধিনায়ক লিটন দাসও পরিবারকে সময় দিতে ছুটি নিয়েছেন। এ অবস্থায় এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন শান্ত।

বিজ্ঞাপন

এই ম্যাচে বাংলাদেশ খেলছে সাত ব্যাটার, তিন স্পিনার ও এক পেসার নিয়ে। অভিষেক হয়েছে তরুণ ব্যাটার শাহাদাত হোসেনের।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। ওয়ানডে বিশ্বকাপে সাড়া ফেলা তরুণ কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এই টেস্টে একাদশে স্থান পাননি।

নিউজিল্যান্ড একাদশ

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

সারাবাংলা/টিআর

টপ নিউজ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিলেট টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর