সাকিব-লিটনকে ছেড়ে দিল কলকাতা
২৬ নভেম্বর ২০২৩ ১৯:১৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৯:২০
২০২৩ আইপিএলে তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। সাকিব আল হাসান, লিটন দাস ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। মোস্তাফিজুর রহমান ছিলেন দিল্লি ক্যাপিটালসে। নতুন মৌসুমের আগে তিন জনকেই ছেড়ে দিয়েছে যার যার দল। নতুন মৌসুমে নিলামে উঠতে হবে তাদের।
১৯ ডিসেম্বর আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে দলগুলোকে ধরে রাখা ও ছেটে ফেলা ক্রিকেটারদের তালিকা দেওয়ার কথা বলা হয়েছিল।
২০২৩ আইপিএলে কলকাতা সাকিবকে কিনলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি। তারপর লিটন কুমার দাসকে দলে ভেড়ায় শাহরুখ খানের দল। লিটন অবশ্য তেমন কিছুই করতে পারেননি। একটা ম্যাচ খেলা সুযোগ পেয়ে করেছেন মাত্র ৪ রান।
সাকিব-লিটনসহ নতুন মৌসুমের আগে মোট ১২জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। তাদের মধ্যে অন্যতম হলেন- লোকি ফার্গুসন, টিম সাউথি, জনসন চার্লস, ডেভিড ভিসে, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মান্দীপ সিং, নারায়ণ জাগাদিশান, কুলওয়ান্ত কেজরলিয়া ও আরিয়া দেসাই।
মোস্তাফিজও গত আইপিএলে বিবর্ণ ছিলেন। দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি পেসার। সেখানে ওভারপ্রতি ১১.২৯ রান খরচ করে উইকেট পেয়েছিলেন ১টি। ভারতের মাটিতে এবারের বিশ্বকাপেও সুবিধা করতে পারেননি মোস্তাফিজ। এমন পারফরম্যান্সের পর তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি অনুমিতই ছিল।
মোস্তাফিজসহ মোাট ১০ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। তাদের মধ্যে অন্যতম- দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো, ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েল, ইংল্যান্ডের ফিল সল্ট, ভারতের মানিশ পান্ডে, সরফরাজ খান, প্রিয়াম গার্গ, রিপাল প্যাটল, আমান খান, চেতান সাকারিয়া ও কামলেশ নাগারকোটি।
সারাবাংলা/এসএইচএস