হঠাৎ বিসিবিতে সাকিব-হাথুরু
২২ নভেম্বর ২০২৩ ১৬:০৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১৮:১৫
বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে পাকিস্তান, শ্রীলংকার মতো দলগুলোর ক্রিকেট বোর্ডে রীতিমতো উলট-পালটের ধুম চলছে। এদিকে বিশ্বকাপে চরম ব্যর্থ বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত দৃশ্যমান তেমন কোন পরিবর্তন নেই। কয়েক সপ্তাহ ধরেই মিরপুরের বিসিবি কার্যালয় অনেকটা নিষ্প্রাণ। আজ অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগমনে যেন কিছুটা প্রাণচাঞ্চল্যতা ফিরে পেল।
বুধবার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে হঠাৎ দেখা গেল সাকিব-হাথুরুকে। বিসিবি কার্যালয়ে কোচ এবং অধিনায়কের হঠাৎ আগামন বিষয়ে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, বিশ্বকাপের রিপোর্ট জমা দিতেই বিসিবিতে এসেছিলেন সাকিব-হাথুরু।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছিলেন, বিশ্বকাপের রিপোর্ট চাওয়া হয়েছে অধিনায়ক, হেড কোচ ও টিম ডিরেক্টারের কাছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে পরবর্তী করণীয় আলোচনা করা হবে। শোনা যাচ্ছে, আজ নিজেদের সেই রিপোর্টই জমা দিতে গিয়েছিলেন সাকিব-হাথুরু। বিসিবিতে আজ দুজন নিজেদের মধ্যে অনেকক্ষণ যাবত কথাও বলেছেন।
অনেকটা সময়ই বিসিবিতে ছিলেন সাকিব। এই সময়ে নিজের চোটপ্রাপ্ত আঙুল বিসিবির মেডিকেল বিভাগকে দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। পরে এক্স-রে করে জানা যায় মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ছয় সপ্তাহ।
সে হিসেবে কদিন পর থেকে দেশের মাটিতে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারছেন না। ডিসেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সাকিব ওই সিরিজেও অনিশ্চিত।
সারাবাংলা/এসএইচএস