হ্যাজলউডের কাছে ২০১৫ বিশ্বকাপের চেয়ে এটি বেশি রোমাঞ্চকর
২০ নভেম্বর ২০২৩ ০৯:৫৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১০:০০
ভারত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল খুবই বাজেভাবে। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে উড়ে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ। তবে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে। প্রতিশোধ নিয়েছে প্রথম দুটি হারের। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে আর ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অজিরা।
ষষ্ঠ বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পেসার জশ হ্যাজলউড। এর আগেও তিনি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ২০১৫ বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি। আট বছর পর এবারও বিশ্বকাপজয়ী দলের গর্বিত অংশীদার জশ হ্যাজলউড। এবারের বিশ্বকাপে ১০ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট।
নতুন বলে সবসময়েই উইকেট নিয়ে দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু। দলের জয়ে তার অবদানও কম নয়। জশ হ্যাজলউড ভারতীয়দেরও ব্যাটিং মেরুদণ্ড আজ ভেঙে দিয়েছিলেন। ১০ ওভারে ৬০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তার কাছে এই বিশ্বকাপ জয়ে ২০১৫ বিশ্বকাপ জয়ের থেকেও অনেক বড়।
ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই বিশ্বকাপ জয় ২০১৫ বিশ্বকাপ জয়ের থেকেও অনেক বড় অর্জন। অনেক মানুষ ভারতকে তাদের মাঠে হারানো। আমরা আজকে সবাই মিলে প্রমাণ করেছি আমরা পারি।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস