রোহিত বললেন ‘আমাদের ভাগ্যে ছিল না’
২০ নভেম্বর ২০২৩ ০১:৪৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ০১:৫১
ভারতীয় ক্রিকেটের জন্য ভীষণ বেদনার এক রাত। এই বেদনা কিভাবে ভুলবেন ভারতীয়রা। তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতার জন্য সব পরিস্থিতিই ভারতের পক্ষে ছিল। টুর্নামেন্টের প্রায় সব ম্যাচেই প্রতিপক্ষকে বিধ্বংস করে ফাইনালে উঠেছে ভারত। ব্যাটি-বোলিং দুই বিভাগই ছিল দুর্দান্ত ফর্মে। নিজেদের মাঠ, চেনা কন্ডিশন এসব তো পক্ষে ছিলই। সেই ভারত ফাইনালে রীতিমতো মুখ থুবড়ে পরল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ হয়ে ৭ উইকেটে শিরোপা নির্ধারনী ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল। ম্যাচ শেষে রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহদের মুখ-চোখের দিকে তাকালেই বুচ্ছা যাচ্চিল কী ঝড়টা বয়ে যাচ্ছে তাদের ভেতরে। পেসার মোহাম্মদ সিরাজ তো কেঁদেই দিলেন।
ভারতীয় ক্রিকেটাররা যখন রানার্সআপ মেডেল নিচ্ছিলেন দেখে মনে হচ্ছিল হয়তো ভাবছেন এই ট্রফি নেওয়া আরও বিরক্তিকর। পুরস্কার বিতরনি অনুষ্ঠানে মাথাটা নিচু করেই কথা বলছিলেন রোহিত শর্মা। এমন পরাজয়ের কোনো অজুহাত দিতে চাননি ভারতীয় অধিনায়ক। বলেছেন, আমাদের ভাগ্যে ছিল না।
ম্যাচ শেষে রবি শাস্ত্রীর সঞ্চালনায় রোহিত বলছিলেন, ‘আজ আমরা মোটেও ভালো খেলতে পারিনি। আমাদের ভাগ্যে ছিল না জয়টা।’
আগে ব্যাটিং করে আজ ২৪০ রানেই গুটিয়ে গেছে ভারত। এটাই ম্যাচ হারের কারণ বলছেন রোহিত। তিনি বলেন, ‘আমরা আজ জেতার জন্য সব চেষ্টাই করেছি, কিন্তু হয়নি। আরও ২০-৩০ রান বেশি হলে হয়তো হতো। কোহলি আর রাহুল একটা ভালো জুটি গড়ার চেষ্টা করছিল। আমরা তখন ২৭০-২৮০ রানের সংগ্রহ আশা করছিলাম। কিন্তু আমরা উইকেট হারিয়েছে অসময়ে।’
মাঝাড়ি সংগ্রহ নিয়ে বোলিংয়ে নেমে ভারতের বোলিংয়ের শুরুটা কিন্তু হয়েছে দুর্দান্ত। ৪৭ রানে অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু এরপর ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন ভারতীয়দের ধীরে ধীরে ম্যাচ থেকে বের করে দিয়েছেন।
চতুর্থ উইকেট জুটিতে ১৯২ রান তুলেছেন দুজন। এই দুজনের জুটিতেই ভারতের হার নিশ্চিত হয়েছে। হেড ও লাবুশেনকে কৃতিত্ব দিলেন রোহিত। বলেছেন, ‘২৪০ রান স্কোরবোর্ডে নিয়ে যা করা দরকার, সেটিই করেছিলাম। দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া গিয়েছিল। কিন্তু ট্রাভিস হেড আর লাবুশেন দাঁড়িয়ে গেল। আমার মনে হচ্ছিল রাতে উইকেটটা ব্যাটিংয়ের জন্য কিছুটা বেশি সহায়ক ছিল। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা আগে ব্যাটিং করে যথেষ্ট রান করে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ ছুড়তে পারিনি। হেড আর লাবুশেনকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ জুটিটির জন্য।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস