Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের ফাইনাল আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত: রোহিত

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩ ২১:৪৬

২০১১ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জেতে ভারতীয় দলে ছিলেন না তিনি। ১২ বছর পর ঘরের মাঠে ভারত যখন ফাইনাল খেলতে নামবে, রোহিত শর্মার কাঁধে তখন অধিনায়কের দায়িত্ব। আহমেদাবাদের স্বপ্নের ফাইনালে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এই টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারত। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোহিত বলছেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত।

উড়তে থাকা ভারতকে এই বিশ্বকাপে চ্যালেঞ্জ জানাতে পারেনি কেউই। গ্রুপ পর্বের ৯ ম্যাচেই জয় পেয়েছে ভারত, সেমিতেও তাদের কাছে তেমন পাত্তা পায়নি নিউজিল্যান্ড। অজেয় থেকেই ফাইনালে অজিদের বিপক্ষে মাঠে নামবে ভারত। ফাইনালের এই মহারণকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত বলেই মানছেন রোহিত, ‘এটা নিঃসন্দেহে অনেক বড় একটা মুহূর্ত। আমরা যে স্বপ্নটা দেখেছি সেটা সত্যি হতে যাচ্ছে। এটা আমাদের সবার ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের শান্ত থাকতে হবে কারণ এতে নিজেদের পরিকল্পনা ভালোভাবে প্রয়োগ করা যায়। প্রতিদিন আপনি বিশ্বকাপ ফাইনাল খেলবেন না। আমি বড় হয়েছি এই ফরম্যাট দেখে। এটাই তাই আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত।’

বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে ওপেনিংয়ে নেমে দলকে প্রতি ম্যাচেই দুর্দান্ত সূচনা এনে দিয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রোহিত। রোহিত জানালেন, বিশ্বকাপের প্রস্তুতি তিনি নেতৃত্ব নেওয়ার পর থেকেই শুরু করেছিলেন, ‘যখন থেকে আমি অধিনায়ক হয়েছি, সেদিন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা গত দুই বছর ধরে দলটা গুছিয়ে নিচ্ছি। অধিনায়ক ও কোচের মাঝেও অনেক আলোচনা হয়েছে সবকিছু নিয়ে। আমরা আমাদের লক্ষ্যটা পরিষ্কার রাখার চেষ্টাই করব। আশা করি কাল ভালো কিছুই হবে।’

বিজ্ঞাপন

ঘরের মাঠে দলের ওপর চাপটা বেশি থাকবে বলেও স্বীকার করছেন রোহিত, ‘আমরা মাঠের বাইরের চাপের ব্যাপারে খুব ভালোভাবেই জানি। কিন্তু ড্রেসিংরুমে আমরা সবাই শান্ত থেকেছি, সামনেও এটা ধরে রাখব। ভারতের ক্রিকেটার হিসেবে চাপ সামলে খেলা আমাদের সবারই পুরনো অভ্যাস। অস্ট্রেলিয়া কি করতে পারে সেটা আমরা ভালোভাবেই জানি। আমরা সেটা নিয়ে ভাবছি না। নিজেদের খেলা নিয়েই ভাবতে চাই।’

রোহিত কি পারবেন কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর সোনালি সেই ট্রফি উঁচিয়ে ধরতে?

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর