Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাথুরু-সুজনের কাছে বিশ্বকাপের রিপোর্ট চেয়েছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৭:২২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ২১:০৮

এবারের বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালের স্বপ্নের কথা বলে বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপ পর্বে ৯ ম্যাচের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করে ক্রিকেটাররা দেশে ফিরেছেন কদিন হলো, তবে আলোচনা এখনো থামেনি।

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান, শ্রীলংকার মতো দলগুলোতে পরির্তনের হিরিক লেগেছে। অধিনায়ক, কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট সব জায়গাতেই পরিবর্তন আসছে দলগুলো। এদিকে বাংলাদেশ দলে এখন পর্যন্ত যে যার জায়গায় অবিচল। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, বিশ্বকাপ ব্যর্থতায় প্রধান কোচ ও টিম ডিরেক্টরের কাছে রিপোর্ট চেয়েছে বোর্ড। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবে বলেছে। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’

এই ব্যর্থতার দায় সংশ্লিষ্ট সকলেরই বলেছেন জালাল ইউনুস, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। অবশ্যই, টিম খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি।’

বিশ্বকাপে সেমিফাইনাল খেলা না হোক অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতা উচিত ছিল দলের মনে করেন জালাল ইউনুস। কী কারণে এমন বিপর্যয় সেই কারণ খুঁজছে বোর্ড। জালাল ইউনুস বলেন, ‘আপনারাও জানেন এ ধরনের ফল যে হবে, আমরা প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল, সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

জালাল ইউনুস বিসিবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর