চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা
১৮ নভেম্বর ২০২৩ ১৮:৫৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৯:১১
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও স্পিনার হাসান মুরাদ। দলে ফিরেছেন পুরনো বেশ কয়েকজন ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে যে উলট-পালট হবে সেটা বুঝাই যাচ্ছিল। ইনজুরির কারণে বেশ কয়েকজন ক্রিকেটার দলের বাইরে। অধিনায়ক সাকিব আল হাসান, ফাস্ট বোলার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চোটের কারণে দলের বাইরে। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন লিটন কুমার দাসও। বাদ পরেছেন পেসার মুশফিক হাসান। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও আছেন দলের বাইরে।
তাদের জায়গায় দলে বেশ কয়েকজন ঢুকবেন এটা অনুমিতই ছিল। লিটন দাসের জায়গায় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে সাদমান ইসলাম অনিক দলে ঢুকেছেন অনেকদিন পর। স্পিনার নাঈম হাসান ফিরেছন দলে। তাদের সঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিনার হাসান মুরাদ ও পেসার হাসান মাহমুদ।
হাসান মাহমুদ অনেকদিন ধরেই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে খেলছেন। এবার জায়গা পেলেন টেস্ট দলে। আর হাসান মুরাদ ঘরোয়া ক্রিকেটে গত দুই বছর ধরেই দারুণ পারফর্ম করছেন। তারই পুরস্কার পেলন তরুণ স্পিনার। এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মুরাদ উইকেট নিয়েছেন ১২১টি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথ টেস্ট। ৬ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্ট আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন ও হাসান মুরাদ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস