Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের পিচ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩ ১৭:২০

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ম্যাচের আগে পিচ পাল্টেছে ভারত। ফাইনালের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেও তাই তা নিয়ে বেশ আলোচনা। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে পিচ পর্যবেক্ষণ করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বেশ সন্তুষ্টিই প্রকাশ করেছেন।

আর সেই সঙ্গে অজি অধিনায়ক জানিয়েছেন ফাইনালে উইকেটের সুবিধা কোনো ব্যাপার না। এসব নিয়ে তিনি মাথাও ঘামাচ্ছেন না। কামিন্স বলেন, ‘উইকেটের সুবিধা- বিষয়টা কোনো ফ্যাক্টরই নয়।’

বিজ্ঞাপন

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার (১৯ নভেম্বর) ৫ নম্বর পিচে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পিচেই ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথমে ব্যাট করে ১৯১ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। ৩০.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পুরো ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মাত্র ৭৩ ওভার।

তবে ১৪ অক্টোবরে অনুষ্ঠিত হওয়া ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের পর এক মাসেরও বেশি সময় গড়িয়েছে। এর মধ্যেই পাল্টেছে আহমেদাবাদের আবহাওয়ার। এসেছে শীতের আমেজ। আর তাই উইকেটেও এসেছে বেশ পরিবর্তন। ফাইনালের আগে গেল গত তিন-চারদিন ধরে ৫ নম্বর পিচটিকেই প্রস্তুত করা হচ্ছে। সেখানে পানি ঢালা হচ্ছে, রোল করা হচ্ছে আবার পানি দেওয়া হচ্ছে। কিউরেটররা বলছেন, হালকা আদ্র থাকবে উইকেট।

ফাইনালের আগে দুই দলই পর্যবেক্ষণ করেছে পিচ। ভারতীয় অধিনায়ক, প্রধান কোচ এবং ব্যাটিং কোচ বেশ কিছুক্ষণ উইকেট নিয়ে গবেষণা করেন। এরপর আহমেদাবাদে এসেছেই পিচ পর্যবেক্ষণ আসে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক এবং প্রধান কোচ।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মিলে উইকেট পর্যবেক্ষণ করেছেন। ভালো করে দেখে-শুনে নিজেদের মতো করেই পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন অজি অধিনায়ক। আর অনুমেয়ভাবেই তার সামনে রাখা হয় আহমেদাবাদের পিচ নিয়ে প্রশ্ন। জবাবে কামিন্স বলেন, ‘হ্যাঁ, আমি একটু আগেই পিচ দেখে এসেছি। তবে আমি আসলে খুব ভালো পিচ রিডার নই। তবে উইকেটকে খুব ভালো মনে হচ্ছিলো। বেশ শক্ত। আমি যখন দেখার জন্য গিয়েছি, দেখলাম তারা (মাঠ কর্মীরা) মাত্রই পানি ঢালছে। সুতরাং, আরও ২৪ ঘণ্টা সময় দিতে হবে এই উইকেটকে এবং এরপর দেখবো, আসলে সেটা কেমন! তবে এখনও পর্যন্ত মনে হচ্ছে, খুব ভালো উইকেট।’

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এই পিচেই অনুষ্ঠিত হয়েছিল সে ব্যাপারে কামিন্স জানেন কি না তা নিয়েও করা হয় প্রশ্ন। তিনি উত্তরে বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এই উইকেটে এর আগে পাকিস্তান খেলেছিলো।’

ওই ম্যাচটি লো স্কোরিং হলেও কামিন্সের বিশ্বাস ফাইনাল ম্যাচটিতে দেখা যাবে বেশি রান। তিনি বলেন, ‘আমি মনে করি, এই উইকেট হাই স্কোরিং হবে। পুরো টুর্নামেন্টেই তো এমনটা হয়েছে। এটাকে দেখে তো খুব ভালো উইকেট মনে হয়েছে। সুতরাং, এখনই কিছু বলা কঠিন।’

কামিন্স আরও বলেন, ‘আমি মনে করি অবশ্যই দুই দলের জন্যই পিচ সমান হবে আশা করি। তবে এটাও তো ঠিক, নিজ দেশে, নিজ দেশের সমর্থকদের সামনে খেলা অবশ্যই সুবিধাজনক একটি দিক। কিছু সুবিধা তো এমনিতেই স্বাগতিক দল পেয়ে যায়। উইকেটের ক্ষেত্রেও প্রায় তেমন কথা খাটে। কারণ, যে উইকেটে আপনি সারাজীবন খেলে আসছেন, সেটা তো আপনার কাছে অনেক বেশি পরিচিত হবেই। এটা তো একটা সুবিধা। আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি বেশ কিছুদিন ধরে।’

রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৩তম বিশ্বাকাপ আসরের ফাইনাল। স্বাগতিক ভারত এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ প্যাট কামিন্স ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর