ভারতকে আটকানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে: গাঙ্গুলি
১৭ নভেম্বর ২০২৩ ১৬:৫১
ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর খুব কাছে গিয়েছিলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির হাতে শিরোপা ওঠেনি এই অস্ট্রেলিয়ার কারণেই। ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে আবার সেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত। ১৯ নভেম্বরের ফাইনালের আগে সাবেক ভারতীয় অধিনায়ক বলছেন, দুর্দান্ত ফর্মে থাকা এই ভারতকে আটকানো কঠিন হবে অস্ট্রেলিয়ার জন্য।
এবারের বিশ্বকাপে একমাত্র দল হিসেবে অপরাজিত আছে ভারত। গ্রুপ পর্বের টানা ৯ ম্যাচের পর সেমিতেও নিউজিল্যান্ডকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াও উঠেছে ফাইনালে। ২০০৩ বিশ্বকাপের পর আবার ফাইনালের মঞ্চে দেখা হবে দুই দলের।
সৌরভ বলছেন, ভারত যে ফর্মে আছে তাতে তাদের আটকানো খুবই কঠিন, ‘এই টুর্নামেন্টে ভারত যে ফর্মে আছে, তাদের আটকানো আসলে খুবই কঠিন। তবে অস্ট্রেলিয়াও ভালো খেলে ফাইনালে উঠেছে। তাই দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটা ম্যাচ আমরা আশা করতেই পারি।‘
২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ফাইনালে হারাতে পারেনি সৌরভের দল। এবার রোহিতের দলের হাতেই শিরোপা দেখতে চান তিনি, ‘এই মুহূর্তে ভারত বিধ্বংসী ক্রিকেট খেলছে। আহমেদাবাদের জন্য তাদের অনেক শুভকামনা। তারা এই বিশ্বকাপে দারুণ খেলেছে। শিরোপা আর ভারতের মাঝে শুধু দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া।‘
রোহিত-কোহলিরা কি পারবেন সৌরভের আশা পূরণ করতে?
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস