অস্ট্রেলিয়ার কাছে ৭ গোল হজম বাংলাদেশের
১৬ নভেম্বর ২০২৩ ১৭:৩১
২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নের এএএমআই পার্কে বাংলাদেশক ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
শক্তির বিচারে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে তো আকাশ পাতাল ব্যবধান। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় প্রকাশ করেছিলেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে বাংলাদেশকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে সকারুরা। হ্যাটট্রিক উপহার দেন জেমি ম্যাকলারেন। জোড়া গোল করেন মিচেল ডিউক। বাকি দুই গোলদাতা হ্যারি সুটার ও ব্র্যান্ডন বোরেলো।
বাংলাদেশের চেয়ে বিশ্ব র্যাংকিংয়ে ১৫৬ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। হারটা অনুমেয়ই ছিল। তবে ঘরের মাঠে বাংলাদেশের ওপর দিয়ে যেন স্টিমরোলারই চালাল সকারুরা। ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম বাংলাদেশের। আর দ্বিতীয়ার্ধে বাকি তিনটি।
শারীরিক উচ্চতা, সেট পিস ও স্কিলের সুবিধা নিয়ে সকারুসরা বাংলাদেশ দলকে চাপে ফেলে শুরুতেই। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে। ক্রেগ গুডউইনের ফ্রি-কিকে হ্যারি সাটার লাফিয়ে উঠে হেড করে জাল কাঁপিয়েছেন। সাড়ে ৬ ফুট উচ্চতার ডিফেন্ডারের সঙ্গে সেঁটে থাকা তারিক কাজী কিছুই করতে পারেননি।
বাংলাদেশ পুরো অর্ধে তিন থেকে চার বার প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেছে। একবার তো সুযোগও তৈরি করেছিল। ১০ মিনিটে রাকিব বক্সে ঢুকে শট নিলেও তা পোস্টের বাইরে জাল কাঁপিয়েছে এক ডিফেন্ডারের বাধার মুখে।
এরপর ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গত বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হেরে আসা অস্ট্রেলিয়া। মুরাদ ও কাজী তারিক রায়হান পারেননি রক্ষণ জমাট রাখতে। গোলমুখে কনর মেটক্যাফের বাড়ানো আড়াআড়ি ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি মিতুল মার্মা। আলতো টোকায় বাকি কাজ সারেন বোরেলো।
২৬তম মিনিটে বোরেলোর হেড ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক। ‘মদ-কাণ্ডে’ আনিসুর রহমান জিকো ব্রাত্য থাকায় মিতুলের কাঁধে ওঠে পোস্ট আগলে রাখার দায়িত্ব।
৩৬তম মিনিটে আবারও পরাস্ত মিতুল। ডান দিক থেকে মেটক্যাফের একটু উঁচু ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ডিউক। চার মিনিট পর স্কোরলাইন ৪-০ হয় এই ফরোয়ার্ডের গোলেই। বোরেলোর শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর ফিরতি সুযোগ কাজে লাগান ডিউক।
দ্বিতীয়ার্ধে ফিরেও একই ধারা ধরে রাখে সকারুরা। বদলি খেলোয়াড় ম্যাকলারেন এই অর্ধে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। ৪৮ মিনিটে অস্ট্রেলিয়া দেখা পায় পঞ্চম গোলের। সতীর্থের নিচু ক্রসে বদলি নামা ম্যাকলারেন আলতো টোকায় লক্ষ্যভেদ করেন। গোলকিপার মিতুল সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্লিয়ার করার চেষ্টা করলেও বলের নাগাল পাননি। তার কিছু পরই ম্যাকলারেনের জোরালো শট গোলকিপার মিতুল কোনও মতে রুখে দিয়েছেন।
৬০ মিনিটে জামাল রাকিব ও হাসান মুরাদের জায়গায় রবিউল, শাকিল ও রফিকুল বদলি হয়ে মাঠে নামেন। পরে নামেন শেখ মোরসালিনও। তাতেও ম্যাচের খেলাতে কোনো পরিবর্তন হয়নি।
খেলার ধারায় ৭০ মিনিটে স্কোরলাইন ৬-০ করে অস্ট্রেলিয়া। মাসিমো লুংগোর শট গোলকিপার মিতুল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে গোল করতে ভুল করেননি ম্যাকলারেন। ৮৪ মিনিটে মিলারের নিচু ক্রসে ম্যাকলারেনের প্লেসিংয়ে আসে সপ্তম গোল। এরপর পর ডি বক্সের মাঝে ফাউল করে শাকিল। পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। তবে সেই পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সারাবাংলা/এসএস