Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি চোখ রাঙাছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১৩:২০

কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের দিকে চোখ গোটা বিশ্বের। তবে এই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিজ্ঞাপন

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম, ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মাঠ থেকে কভার সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, ভারতের আবহাওয়া অধিদফতরের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে নিম্নচাপের কারণে আগামী দুই দিন বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আছে ঘূর্ণিঝড়েরও। তাতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তবে স্বস্তির সংবাদ দ্বিতীয় সেমিফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। কোনো কারণে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনাল মীমাংসিত না হলে ম্যাচ গড়াবে শুক্রবার (১৭ নভেম্বর) রিজার্ভ ডে’তে।

কিন্তু শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। সেদিনও ম্যাচের ফল না আসে তখন গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ স্থানে থাকা দল ফাইনালে চলে যাবে। সেটি হলে প্রথমবার শিরোপা মঞ্চে যাবে দক্ষিণ আফ্রিকা। কারণ গ্রুপ পর্বে তারা দুইয়ে থেকে শেষ করেছে। অস্ট্রেলিয়ার অবস্থান ছিল তিন। ফাইনালে যেই যাবে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ভারত।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ইডেন গার্ডেন্স ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বৃষ্টি সেমিফাইনাল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর