Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্যারিল-উইলিয়ামসনের জুটিতে লড়ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ২১:০৯

বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৩৯৭ রানের রেকর্ড পুঁজি পায় ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে ৩৯৮ রানের লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল মিলে প্রতিরোধ গড়েছেন। এর মধ্যেই জুটির দেড়শ রান ছাড়িয়েছে।

ব্যাট করতে নেমে ইনিংসের ৬ষ্ঠ ওভারেই মোহাম্মদ শামির প্রথম বলেই ক‍্যাচ দিয়ে ফিরে গেলেন ডেভন কনওয়ে। উইকেটের পেছনে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে বড় অবদান রাখলেন লোকেশ রাহুলও। শামির অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বলে ড্রাইভ করতে চেয়েছিলেন কনওয়ে। সিম মুভমেন্টের জন‍্য ঠিক মতো পারেননি। ব‍্যাটের কানআয় লেগে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। দারুণ রিফ্লেক্স দেখিয়ে ঝাঁপিয়ে গ্লাভসে জমান রাহুল। ভাঙে ৩০ রানের জুটি।

বিজ্ঞাপন

এক ওভার বিরতিতে আবারও বল হাতে এসে সাফল্য পান শামি। ডেভন কনওয়ের পর ফিরিয়ে দিলেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকেও। আগের বলে চমৎকার ড্রাইভে চার মারেন রাচিন। পরের বলে খোঁচা মেরে ধরা পড়েন লোকেশ রাহুলের গ্লাভসে। অফ স্টাম্পের একটু বাইরের বলে কিছুটা সিম মুভমেন্টও ছিল। কি করবেন এ নিয়ে যেন দ্বিধায়ও ছিলেন রাচিন। শেষ পর্যন্ত অনেকটা বাধ‍্য হয়ে খেলতে গিয়ে খোঁচা মেরে বসেন। উইকেটের পেছনে অনায়াসে ক‍্যাচ নেন রাহুল।

এরপরেই ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। চাপের সময় নেমে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে দলকে টানছেন ড‍্যারিল মিচেল। রবীন্দ্র জাদেজার বলে সিঙ্গেল নিয়ে ছুঁয়েছেন পঞ্চাশ। ৪৯ বলে ফিফটি করার পথে দুই ছক্কার পাশাপাশি মেরেছেন পাঁচটি চার। এরপর ম‍্যাচ যতটা সম্ভব গভীরে নিয়ে যাওয়ার জন‍্য লড়াই করছেন কেন উইলিয়ামসন। ড‍্যারিল মিচেলের সঙ্গ গড়েছেন দেড়শ রানের জুটি। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে নিউ জিল‍্যান্ড অধিনায়ক ছুঁয়েছেন পঞ্চাশ, ৫৮ বলে। ১৩১ বলে এই জুটি পূর্ণ করেন ১৫০ রান।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা অবধি ৩০ ওভারে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৯৯ রান। কেইন উইলিয়ামসন ৫৮ আর ড্যারিল মিচেল ৯০ রানে ব্যাট করছেন।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর