Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-আইয়ারের সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১৮:২৬

এই নিউজিল্যান্ডের কাছে ২০১৯ বিশ্বকাপের সেমিতে হেরে শিরোপার স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল ভারতের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই আক্ষেপ ঘোচাতেই নেমেছিল রোহিত শর্মার দল। প্রথম ইনিংসের পর কিউইদের বিপক্ষে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেলো ভারত। বিরাট কোহলির ইতিহাস গড়া সেঞ্চুরির সাথে স্রেয়াস আয়ারের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে কিউইদের সামনে পাহাড়সম টার্গেট দিয়েছে ভারত।

মুম্বাইতে আজ টস ছিল বেশ গুরুত্বপূর্ণ। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দ্বিধা করেননি রোহিত। ক্রিজে নেমে সেটার যথাযথ ব্যবহারও করেছেন। ২৯ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে রোহিতই ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেন। হাফ সেঞ্চুরির আগে সাউদির স্লোয়ারে আউট হয়েছেন রোহিত, উইলিয়ামসন দারুণ এক ক্যাচে ফেরান তাকে। এই ইনিংসে ৪টি ছয় মেরেছেন রোহিত, ভেঙ্গেছেন ক্রিস গেইলের দুটি রেকর্ডও। বিশ্বকাপের সর্বোচ্চ ও এক আসরে সর্বোচ্চ ছয়ের মালিক এখন রোহিত।

বিজ্ঞাপন

রোহিত ফেরার পর দলের হাল ধরেন শুভমান গিল ও কোহলি। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের বোলিং। দারুণভাবেই বিশ্বকাপে নিজেদের প্রথম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন গিল। তবে হঠাৎ পায়ের মাংসপেশিতে টান লাগায় ৭৯ রানের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। শেষ ওভারে মাঠে নামলেও সেঞ্চুরি পাওয়া হয়নি তার।
গিল সেঞ্চুরি মিস করলেও কোহলি-আয়ার দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরির দেখা পান কোহলি। ওয়ানডেতে এখন কোহলিই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ৯ চার ও দুই ছয়ে ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলে কোহলি ফিরেছেন টিম সাউদির বলে।

বিজ্ঞাপন

কোহলি ফেরার পর রানের গতি আরও বাড়িয়ে দেন আয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মতো শেষের দিকে ঝড় তোলেন। সেই ম্যাচের মতো এবারও সেঞ্চুরির দেখা পেলেন আয়ার। মাত্র ৬৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি, যা বিশ্বকাপের নকআউট পর্বে দ্রুততম সেঞ্চুরি। তিনি ভেঙ্গেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের ২০০৭ সালের ফাইনালে করা ৭২ বলের সেঞ্চুরির রেকর্ড। ৪ চার ও ৮ ছক্কায় সাজানো ইনিংসে আয়ার করেছেন ৭০ বলে ১০৫ রান।

শেষ পর্যন্ত কেএল রাহুলের ২০ বলে ৩৯ রানের ক্যামিওতে ৫০ ওভার শেষে ৪ উইকেটে ৩৯৭ রান তুলছে ভারত।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিরাট কোহলি ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর