Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহকে নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৭:৩৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৬

আসন্ন নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাহকে দলে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপের শেষ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন অভিজ্ঞ ক্রিকেটার। দেশে ফিরে এমআরআই করানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইনজুরি কাটাতে লম্বা সময় লাগবে মাহমুদউল্লাহর।

বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান আউট হয়েছিলেন মাহমুদউল্লাহ। তাওহিদ হৃদয়ের কলে সাড়া দিতে গিয়ে ড্রাইভ দিয়েও সময়মতো ক্রিজে পৌঁছতে পারেননি। সেই ড্রাইভে কাঁধে ব্যথা পান মাহমুদউল্লাহ। এমআরআই রিপোর্টে  দেখা গেছে ইনজুরির মাত্রা বেশ বড়ই। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বলছে, অন্তত পাঁচ সপ্তাহ লাগবে ফিট হতে।

বিজ্ঞাপন

সে হিসেবে নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মাহমুদউল্লাহ। চলতি বিশ্বকাপের পর পরই বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আসবে নিউজিল্যান্ড দল। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল।

মাহমুদউল্লাহ অনেক আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে বিবেচনায় ছিলেন তিনি। কিন্তু ইনজুরি সেখানেই বাগড়া দিচ্ছে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তার। দলের পক্ষে একমাত্র সেঞ্চুরিটাও তার।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর