Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ‘প্রতিশোধ’ নাকি নিউজিল্যান্ডের টানা তিন ফাইনাল

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১১:০৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১১:২০

চার বছর আগে সেমিফাইনালের মঞ্চেই ভারতের হৃদয় ভেঙ্গে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে অপরাজেয় ভারতের ফাইনালের স্বপ্নের সামনে বাধা আবারও সেই কিউইরাই। গ্রুপ পর্বের একমাত্র অপরাজিত দল হিসেবে শেষ চারে ওঠা রোহিতের দলকে প্রথম হারের স্বাদ দিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে উইলিয়ামসনের দল? নাকি ২০১৯ বিশ্বকাপের হারের বদলা নিয়ে ঘরের মাঠে শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে যাবে ভারত?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে দুই দলের দেখা মোট ১০ বার। নিউজিল্যান্ডের জয় ৫ ম্যাচে, ভারত জিতেছে ৪ ম্যাচে, একটির ফলাফল আসেনি। সবশেষ গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ভারত।

ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ১১৭ বার। এর মাঝে ভারত জিতেছে ৫৯ ম্যাচ, নিউজিল্যান্ড জিতেছে ৫০ ম্যাচ। একটি ম্যাচ টাই হয়েছে, ফলাফল আসেনি ৭ ম্যাচে।

পিচ ও কন্ডিশন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের পুরোটা সময়জুড়েই দেখা গেছে রানবন্যা। এই মাঠে প্রথমে ব্যাট করা দল প্রায় সব ম্যাচেই বড় স্কোর গড়েছে। পরে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়েছে ব্যাটাররা, শুরুতেই খুইয়েছে বেশ কিছু উইকেট। আজ টস তাই দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তই আসতে পারে দুই অধিনায়কের কাছে থেকে।

ভারতজুড়ে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও মুম্বাইতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আর বৃষ্টি থাকলেও আগামীকাল রিজার্ভ ডে তো থাকছেই।

দলের খবর

পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ফর্মে থাকা ভারত গ্রুপ পর্বের সব ম্যাচেই জিতেছে দাপটের সাথে। নেদারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশকেই দেখা যেতে পারে আজকের ম্যাচে। ষষ্ঠ বোলিং অপশন হিসেবে কোহলি, রোহিত, সূর্যকুমার ও গিলদের অনুশীলন হয়েছিল আগের ম্যাচে, আজ তাদের বল হাতে দেখা যেতে পারে আবারও।

ভারতের মতো নিউজিল্যান্ডও আগের ম্যাচের একাদশকেই মাঠে নামাবে। বিশ্বকাপজুড়ে ইনজুরি বেশ ভুগিয়েছে কিউইদের। আজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোন ইনজুরি শঙ্কা ছাড়াই মাঠে নামবেন উইলিয়ামসনরা।

২০১৯ বিশ্বকাপের হারের বদলা নিতে পারবে ভারত?

বিজ্ঞাপন

দুর্দান্ত পারফর্ম করে ২০১৯ বিশ্বকাপের সেমিতে উঠেছিল ভারত। তবে সেমির এক ম্যাচের বাজে পারফরম্যান্সে শেষ হয়ে যায় ভারতের শিরোপা স্বপ্ন। সেই ম্যাচে কিউই বোলারদের দাপটে দিশেহারা ছিল ভারতের ব্যাটিং লাইনআপ। ভারত নিশ্চয়ই চাইবে আগেরবারের হারের বদলা নিয়ে আরেকটি ফাইনালে খেলতে।

কিউই অধিনায়ক অবশ্য এই ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন। ম্যাচর আগে উইলিয়ামসন জানিয়েছেন, সেমিতে তারা ‘আন্ডারডগ’ হিসেবেই মাঠে নামবে। তবে টানা তিন ফাইনাল খেলার লক্ষ্যে নিজেদের সেরাটাই দেওয়ার প্রত্যয় কিউই অধিনায়কের।

সম্ভাব্য একাদশ (ভারত): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড): ডেভন কনওয়ে, রাচিন রবিন্দ্র, কেইন উইলিয়ামসন( অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম, (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লকি ফারগুসন, টিম সাউদি, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর