Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতই বেশি চাপে থাকবে: রস টেইলর

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ১৪:৩৭

ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। সেবার কিউইদের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিংবদন্তি ক্রিকেট রস টেইলর। চার বছর বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। তবে এবার কিউইদের দলে নেই টেইলর। কিন্তু আছেন নিউজিল্যান্ডের সঙ্গেই। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে স্বাগতিকরা। তবুও ভারতের ওপরই চাপটা বেশি থাকবে বলে মনে করেন রস টেইলর।

বিজ্ঞাপন

বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামার আগে কথার লড়াইয়ে মেতে উঠেছে ভারত ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সেই ম্যাচের আগেই রস টেইলর নিজের দলকেই এগিয়ে রাখছেন।

টেইলর বলেন, ‘চার বছর আগে ভারত সেমিফাইনালে উঠেছিল ফেভারিট হিসেবে। অন্যদিকে, আমরা কীভাবে পাকিস্তানকে রানরেটের ব্যবধানে পিছিয়ে সেমিতে উঠবো সেটা নিয়ে পরিকল্পনার ছক কষেছিলাম।’

তবে এবারের চিত্র আরও ভিন্ন বলে তিনি বলেন, ‘এবার ভারত আরও বড় ফেভারিট। ঘরের মাঠে খেলা এবং তারা গ্রুপ পর্বে সব ম্যাচে জিতে এসেছে। কিন্তু যখন আপনার কিছু হারানোর থাকবে না, সেই অবস্থায় নিউজিল্যান্ড আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি কারোর বিপক্ষে খেলতে ভারত কিছুটা অস্বস্তি বোধ করে তাহলে সেটা আমাদের বিপক্ষেই।;

কিউই দলের উইকেটরক্ষক ডেভন কনওয়ের ওপর অঘাত বিশ্বাস রাখছেন টেলর। ২০১৯ সেমিফাইনালে গাপটিলের করা ধোনিকে সেই ঐতিহাসিক রানআউটটি এখনো ভারতকে কষ্ট দেয় মনে করিয়ে টেইলর বলেন, ‘আমার মনে পড়ছে ধোনিকে রানআউট করা গাপটিলের সেই থ্রোটি। অবশ্যই এটা সবাই রাখছে।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ প্রথম সেমিফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড রস টেইলর

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর