Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন বাংলাদেশি ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১১:৪১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ০২:৫৯

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দলের কোচিং স্টাফের সদস্যরা ভারত থেকেই যে যার দেশে গেছেন। শুধুমাত্র হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন।

রোববার (১২ নভেম্বর) সকাল পৌনে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন ক্রিকেটাররা।

গতকাল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবারের পুরো বিশ্বকাপটাই হতাশার কেটেছেন বাংলাদেশের।

টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে কেবল দুটিতে। হেরেছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। তবে এসব ব্যর্থতা নিয়ে বসে থাকার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা।

কদিন পরই নেমে পরতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবেন কিউইরা।

দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর