Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রেয়াস-রাহুলের সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৩ ১৮:২১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৮:২৫

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করা থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই থামতে হয়েছে ভারতকে। তবে তার আগে এবারের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে ভারত। আর ব্যাট হাতে নেমেই শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুলের ঝড়ো সেঞ্চুরি। আর সেই সঙ্গে শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি হাফ সেঞ্চুরি। তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ভারতের পুঁজি ৪১০ রানের।

বিজ্ঞাপন

ভারতের ইতিহাসে সর্বোচ্চ রানের পুঁজি ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ৪১৩। আর ২০২৩ সালে এসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪১০ রানেই সন্তুষ্ট থাকতে হলো তাদের। এবারের বিশ্বকাপে এটি কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ পুঁজি।

ভারতের হয়ে এদিন ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। লোকেশ রাহুল ফেরেন ৬৪ বলে ১০২ রান করে। ডাচদের হয়ে দুটি উইকেট নেন বাস ডি লিড আর একটি করে উইকেট নেন রোলফ ভ্যান ডার মারউই এবং পল ভ্যান মেকেরেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুভমান গিলের সঙ্গে রোহিত শর্মা ১২তম ওভারে একশ রানের জুটি গড়েন। গিল ৫১ রান করে থামলে ভাঙে এই জুটি। রোহিত বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বিরাট কোহলিকে। তবে ৫৪ বলে ৬১ রান করে রেকর্ড গড়েছেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৫০৩ রান করেছেন রোহিত। তাছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপে পাঁচশর বেশি রান করার কৃতিত্ব গড়লেন তিনি। তাকে আউট করে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন বাস ডি লিড।

শ্রেয়াস আইয়ারকে নিয়ে কোহলি দলগত স্কোর দুইশতে নেন। তারপর থামতে হয় তাকে। এই বিশ্বকাপে সপ্তম হাফ সেঞ্চুরিতে এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা শচীন টেন্ডুলকার ও সাকিব আল হাসানের পাশে বসেছেন কোহলি। তিনি ৫৬ বলে ৫১ রান করেন।

দুইশ রানে তৃতীয় উইকেট হারানোর পর ভারত ইনিংস শেষ করে আইয়ার ও লোকেশ রাহুলের জুটিতে। তারা দুজনে দুইশর বেশি রান তোলেন, দুজনেই করেন সেঞ্চুরি। শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে শতকে পৌঁছান রাহুল, তাতে স্কোরও চারশ ছাড়ায়। ৬২ বলে ভারতের হয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর