চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিতের লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
১১ নভেম্বর ২০২৩ ১০:৩৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১০:৩৪
আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় এবং লংকানদের নিজেদের শেষ ম্যাচে বড় হার, দুই ফলাফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বেড়ে গেছে অনেকগুণ। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে তাই অনেক বড় ব্যবধানে না হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট অনেকটাই নিশ্চিত করবে বাংলাদেশ। সাকিববিহীন বাংলাদেশ দল কি পারবে দুর্দান্ত ফর্মে থাকা অজিদের হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শেষ করতে? নাকি টানা জয়ের মাধ্যমেই সেমির আগে শেষবার নিজেদের ঝালিয়ে নেবেন স্মিথরা?
শনিবার (১১ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এদিন বাংলাদেশ দলের অধিনায়কত্বের ভার পড়েছে নাজমুল হোসেন শান্তর কাঁধে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস