অসম্ভবকে সম্ভব করে সেমিতে যেতে পারবে পাকিস্তান?
১১ নভেম্বর ২০২৩ ০৯:২৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৩:৪৯
সেমির স্বপ্নটা টিকে আছে অসম্ভব এক সমীকরণের ওপর। কাগজে কলমে সম্ভাবনা থাকলেও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্নটা কার্যত শেষ হয়ে গেছে শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়ে। নিউজিল্যান্ডকে টপকে ভারতের বিপক্ষে স্বপ্নের সেমিফাইনালে ওঠার জন্য ইডেন গার্ডেনসে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য কিছুই করতে হবে পাকিস্তানকে। ইংলিশদের বিশাল ব্যবধানে হারিয়ে কি নিউজিল্যান্ডের কপাল পুড়িয়ে সেমিতে জায়গা করে নেবে পাকিস্তান? নাকি খানিকটা ফর্মে ফেরা ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পাকা করবে?
পরিসংখ্যান
বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে ১০ বার। পাকিস্তান এর মাঝে জিতেছেন ৫ টিতে, ইংল্যান্ডের জয় ৪ ম্যাচে, একটির ফলাফল আসেনি। সবশেষ বিশ্বকাপে তাদের দেখা হয়েছিল ২০১৯ সালে, সেবার ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল পাকিস্তান।
ওয়ানডেতে অবশ্য এগিয়ে আছে ইংল্যান্ডই। ৮৮ বার দেখা হয়েছে দুই দলের। ইংল্যান্ড জয় পেয়েছে ৫৬ বার, পাকিস্তান জিতেছে ৩২ বার।
পিচ ও কন্ডিশন
ইডেনের পিচ এবারের বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। আজও তেমনটাই দেখা যেতে পারে। খুব বেশি রান এই মাঠে ওঠেনি। দুই দলের স্পিনাররাই তাই বড় ভূমিকা রাখবেন দলের জয়ে। দিনের তাপমাত্রা বেশ তীব্র থাকবে। রাতে শিশির পড়ার সম্ভাবনা আছে। তবুও টসে জিতে হয়ত ব্যাটিং নেবেন দুই অধিনায়ক।
দলের খবর
পাকিস্তান দলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। নিউজিল্যান্ড বিপক্ষে জয়ের সেই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে বাবরের দল।
ইংল্যান্ড একাদশেও থাকছে না পরিবর্তন। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে তাই আগের ম্যাচের একাদশকেই মাঠে দেখা যাবে।
অসম্ভবকে সম্ভব করতে পারবে পাকিস্তান?
সেমিতে যেতে হলে ইংল্যান্ডকে ২৮৭ রানের ব্যবধানে হারাতে হবে। তবে প্রথমে বোলিং করলে সেখানেই শেষ পাকিস্তানের সেমির স্বপ্ন। টসে তাই জিততেই হবে বাবরকে। কাগজে কলমে সম্ভাবনা যা আছে, সেটাকে বাস্তবে রূপ দিতে নিজেদের সেরাটাই খেলবে পাকিস্তান।
অন্যদিকে আজকে ম্যাচে জিতলে নিশ্চিত হবে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। বিশ্বকাপে ভরাডুবির পর অন্তত এইটুক সান্তনা নিয়েই বাড়ি ফিরতে চাইবেন বাটলাররা। আজ হেরে গেলেও কম ব্যবধানে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে ইংলিশরা।
সম্ভাব্য একাদশ (ইংল্যান্ড)
জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি, অ্যাটকিনসন, আদিল রশিদ ও ক্রিস ওকস
সম্ভাব্য একাদশ (পাকিস্তান)
ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান,মোহাম্মদ ওয়াসিম, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস