Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটের লড়াইয়ে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৩ ০৯:২৫

আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় এবং লংকানদের নিজেদের শেষ ম্যাচে বড় হার, দুই ফলাফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বেড়ে গেছে অনেকগুণ। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে তাই অনেক বড় ব্যবধানে না হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট অনেকটাই নিশ্চিত করবে বাংলাদেশ। সাকিববিহীন বাংলাদেশ দল কি পারবে দুর্দান্ত ফর্মে থাকা অজিদের হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শেষ করতে? নাকি টানা জয়ের মাধ্যমেই সেমির আগে শেষবার নিজেদের ঝালিয়ে নেবেন স্মিথরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার খেলেছে বাংলাদেশ। প্রতিবারই অজিদের কাছে হার মানতে হয়েছে মুশফিকদের। ওয়ানডেতে ২০ বারের দেখায় ১৯ বারই জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের একমাত্র জয় এসেছে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেই মহাকাব্যিক ইনিংসের কল্যাণে। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে আর দেখা হয়নি দুই দলের।

পিচ ও কন্ডিশন

পুনের পিচে এই বিশ্বকাপে খুব বেশি রান দেখা যায়নি। ধীরগতির পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছে। দুই দলের স্পিনাররাই তাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সাকিব না থাকায় বেশ মুশকিলেই পড়তে হবে বাংলাদেশ। টসে জিতে তীব্র গরমে ব্যাটিং নিতে পারেন দুই অধিনায়ক। দ্বিতীয় ভাগে পিচ আরও ধীরগতির হবে।

দলের খবর

আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ সাকিবের। তার জায়গায় উড়ে গিয়েছেন আনামুল হক বিজয়। সাকিবের বদলে দলে ঢুকতে পারেন স্পিনার নাসুম। পুরো বিশ্বকাপে ফর্মহীন তামিমের পরিবর্তে একাদশে থাকতে পারেন বিজয়। এছাড়া বাকি একাদশ আগের ম্যাচের মতোই থাকতে পারে।

অস্ট্রেলিয়া দলে আসতে পারে কিছু পরিবর্তন। আগের ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলা ম্যাক্সওয়েল আজকের ম্যাচে বিশ্রামে থাকতে পারে, বিশ্রাম পেতে পারেন মিচেল স্টার্ক। সুস্থ হয়ে একাদশে ফিরবেন স্মিথ।

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট নিয়েই বাড়ি ফিরবে বাংলাদেশ?

নিউজিল্যান্ডে বিপক্ষে শ্রীলংকার বড় হারেই খুলে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি খেলার দরজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০ রানের কমে হারলে কিংবা রান তাড়া করতে নামা অজিদের ২৩ ওভারের বেশি ব্যাট করালেই নেট রান রেটে লংকানদের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হেরে গেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে মুশফিক-মিরাজদের। সাকিববিহীন বাংলাদেশের সামনে কাজটা বেশ সহজই হয়ে গেছে। পুচের ধীরগতির উইকেটে অজিদের একটু চেপে ধরতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটা সত্যি করেই বাড়ি ফিরবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

অন্যদিকে সেমির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে ফর্মে থাকতে চাইবেন সব অজি ব্যাটার ও বোলাররা। কিছুটা ফর্মহীন স্টার্ক, স্মিথ নিজেদের পরিচিত রূপে ফিরতে চাইবেন বাংলাদেশের বিপক্ষে।

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ)

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম/আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত( অধিনায়ক) নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সম্ভাব্য একাদশ (অস্ট্রেলিয়া)

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড,, স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুসেন,, জস ইংলিশ, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বলাপ ২০২৩ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর