Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে ওয়ানডে সিরিজেও হারিয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৮:১৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ০০:৪৪

ঢাকা: কক্সবাজারে কদিন আগে পাকিস্তান নারী ক্রিকেট দলকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ নারী দল। এবার ওয়ানডে সিরিজেও পাকিস্তানিদের হারিয়ে দিলেন বাংলাদেশের নারীরা। দাপুটে বোলিংয়ের পর বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন দুর্দান্ত ব্যাটিং করলেন। দুই মিলিয়ে পাকিস্তানকে আজ ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভাগ্যের সহায়তায় জিতেছে সুপার ওভারে গিয়ে। তবে আজ তৃতীয় ম্যাচটা হলো দুর্দান্ত। দুই বিভাগেই পাকিস্তানিদের নাস্তানাবুদ করে ৭ উইকেটে জিতল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতল নিগার সুলতানার দল। পাকিস্তানের বিপক্ষে এই প্রথম তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ নারী দল। এর আগেও পাকিস্তানিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ, তবে সেটা ২ ম্যাচের।

আজ আগে বোলিং করতে নেমে বোলারদের দাপুটে পাকিস্তানকে ১৬৬ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ নারী দল। পরে দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন ওপেনিং জুটিতেই তোলেন ১২৫ রান। পরে দ্রুত তিনটা উইকেট পরে গেলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ।

শুক্রবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছে মনে রাখার মতো। প্রথম উইকেট জুটিতে ১২৫ রান তোলেন দুই ওপেনার ফারজানা খাতুন ও মুর্শিদা খাতুন। বাংলাদেশের পক্ষে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

ফারাজানা ১১৩ বল খেলে ৫টি চারের সাহায্যে ৬২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। খানিক বাদে মুর্শিদা খাতুনও ফেরেন। ফেরার আগে ১০৬ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৪ রান করেন মুর্শিদা।

বিজ্ঞাপন

ফাহিমা খাতুন কোনো রান না করেই রান আউট হয়ে ফিরেছেন। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এরপর সুবহানা মোস্তারিকে নিয়ে বাকি কাজটা সেরেছেন দারুণভাবে। নিগার ২৫ বলে ১৮ ও সুবহানা ১৯ রান অপরাজিত ছিলেন।

এর আগে দারুণ বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন স্বাগতিকরা। বাংলাদেশি বোলিং দাপটের বিপক্ষে পাকিস্তানের হয়ে এক সিদরা আমিনই রান পেয়েছেন। একপ্রান্ত আগলে রেখে ১৪৩ বল খেলে ৩টি চারে ৮৪ রান করেছেন সিদরা। ৩১ রান করেছেন অপরা ওপেনার সাদাফ সামছ।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ২৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। ১০ ওভারে ৩৫ রানে দুই উইকেট নিয়েছেন রাবেয়া খান।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর